অরিত্রিক ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : মেরামতির কাজের (Maintenence Work) জন্য শনিবার থেকে সোমবার, শিয়ালদা-বনগাঁ শাখায় (Sealdah Bongaon Line) বাতিল একাধিক ট্রেন (Train Cancelled)। পাশাপাশি শিয়ালদা-নৈহাটি (Sealdah- Naihati) রুটেও শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railways)। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। অন্যদিকে পাইপ লাইন ও গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে মেরামতির কারণে শনিবার প্রায় একদিন দক্ষিণ কলকাতার একাংশে বন্ধ থাকবে জল সরবরাহ।


কোন কোন ট্রেন বন্ধ থাকবে


লাইনে মেরামতির জন্য শনিবার ১২ ঘণ্টা শিয়ালদা-রানাঘাট ও শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, 
একদিকে টিটাগড় স্টেশনে মেরামতির কাজের জন্য শনি ও রবিবার শিয়ালদহ-রানাঘাট শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে, দত্তপুকুর স্টেশনে কাজ হবে বলে শুক্র, শনি, রবি ও সোমবার, শিয়ালদহ-বনগাঁ শাখাতেও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন।


প্রতিদিন হাজার হাজার মানুষের কাছে কর্মক্ষেত্রে পৌঁছনোর অন্যতম মাধ্যম লোকাল ট্রেন (Local Train)। একের পর এক ট্রেন বাতিলে ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।


ভোগান্তির আশঙ্কা শনিবার


একদিকে ট্রেন, অন্যদিকে জল। শনিবার দিনের একটা বড় সময় বন্ধ থাকতে চলেছে এই দুই পরিষেবা। একদিকে যখন ট্রেন লাইনে মেরামতির জন্য শনিবার শিয়ালদা-রানাঘাট ও শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল। অন্যদিকে, পাইপ লাইনে ফুটো ও গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে মেরামতির জন্য শনিবার প্রায় পুরোদিন বন্ধ থাকতে চলেছে দক্ষিণ কলকাতার একাংশে জল সরবরাহ। ফলে দিনভর ভোগান্তির আশঙ্কা আমজনতার।


কলকাতা পুরসভা সূত্রে খবর, এসপি মুখার্জি ও বাওয়ালি মণ্ডল রোডে দুটি পাইপলাইনের জয়েন্টে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল মেরামতি হবে শনিবার। পাশাপাশি, মেরামতি চলবে গার্ডেনরিচের পাম্পিং স্টেশনেও। ফলে শনিবার সকাল ১০টা থেকে বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রোণী-সহ দক্ষিণ কলকাতার একাংশে বন্ধ থাকবে জল সরবরাহ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পাইপ লাইন ও গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে কাজ হবে। তাই জল বন্ধ থাকবে। সবাই আগে থেকে জল রিজার্ভ করে রাখুন। রবিবার সকাল থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।


আরও পড়ুন- সাধারণের ডিম-ভাতেও কোপ! ফের বাড়ল দাম, পকেটে টান মধ্যবিত্তের