কলকাতা : চৈত্রেই আগুন ঝরাচ্ছে সূর্য। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান - রাজ্যের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পাশাপাশি, দক্ষিণবঙ্গের তিন জেলা বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি চলবে।
কলকাতার Weather Update :
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গরমের সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বাড়ায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
দিন | Min | Max | সারাদিন |
---|---|---|---|
30-Mar | ২৭.0 | 36.0 | Mainly Clear sky |
31-Mar | ২৭.0 | ৩৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
01-Apr | ২৭.0 | ৩৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
02-Apr | ২৭.0 | ৩৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
03-Apr | ২৭.0 | ৩৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
04-Apr | ২৭.0 | ৩৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
05-Apr | ২৭.0 | ৩৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা
মুম্বই এবং গুজরাতের বেশ কিছু অংশে দুই সপ্তাহ ধরে চড়ছে তাপমাত্রা। দেশে উত্তর এবং মধ্যের রাজ্যগুলিতে তাপপ্রবাহ ঘটতে পারে। আবহাওয়া দফতর আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর-পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারত জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।
India Meteorological Department (আইএমডি) রবিবার আবহাওয়া বুলেটিনে বলেছে, আগামী তিন দিনের মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চল এবং গুজরাতের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ বাড়বে। পরবর্তী চার থেকে পাঁচ দিনের মধ্যে, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং রাজস্থানে চড়বে পারদ। ২৯ থেকে ৩১ শে মার্চ, দক্ষিণ হরিয়ানা, বিহার, দক্ষিণ পাঞ্জাব, ঝাড়খণ্ড, মারাঠওয়াড়াতে তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা।