কলকাতা: সোমবার থেকেই রাজ্যে বাড়বে গরম। ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উঁচুতে থাকতে পারে পারদ। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ১০ থেকে ১৫ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ (Heat Wave)। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)।
তাপপ্রবাহের আশঙ্কা রাজ্যে:
আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে তাপদাহে পুড়বে বাংলা। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ৬-৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকবে তাপমাত্রা।
আগামী কয়েকদিন কলকাতায় কেমন তাপমাত্রা থাকবে জানাচ্ছে আবহাওয়া দফতরের ওয়েবসাইট
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
09-Apr | 28.0 | 38.0 | Mainly Clear sky | |
10-Apr | 28.0 | 38.0 | Partly cloudy sky | |
11-Apr | 28.0 | 39.0 | Partly cloudy sky | |
12-Apr | 28.0 | 40.0 | Mainly Clear sky | |
13-Apr | 28.0 | 40.0 | Hot & Humid day | |
14-Apr | 28.0 | 41.0 | Hot & Humid day |
কলকাতার তাপমাত্রা
কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। আগামী সপ্তাহে কলকাতাও ৪০ ডিগ্রি ছুঁয়ে তাপপ্রবাহের কবলে পড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কোন জেলায় কেমন আবহাওয়া?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ ও ১৩ তারিখ কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৩৯ ডিগ্রিতে। তারপরে তা ছুঁতে পারে ৪০ ডিগ্রির ঘরও। শুধু কলকাতা নয়, পুড়ছে জেলাও। বাঁকুড়া পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম - সব জেলাতেই তীব্র তাপে নাজেহাল সাধারণ মানুষ। শিলিগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান একটু বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে সব জেলার মানুষ। একই ছবি বোলপুর, কীর্ণাহার, বা দুর্গাপুরের। হাঁসফাঁস গরমে গলদঘর্ম সাধারণ মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং-এ। উত্তরের সেই বৃষ্টি কবে মুখ ফেরাবে দক্ষিণে? অপেক্ষায় অধীর সমতল।
আরও পড়ুন: Birbhum Weather Update : কাঠফাটা রোদে নাজেহাল ! আজ কেমন থকবে বীরভূমের আবহাওয়া ?