নয়াদিল্লি:  আমেরিকা থেকে ভারত, পাকিস্তান থেকে সৌদি আরব - লাগাম ছাড়া গরমে জ্বলছে বিশ্বের বহু দেশ। প্রতিবছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্রীষ্মের গড় তাপমাত্রা। অতীতের থেকে অনেক বেশি সময় ধরে চলছে তাপপ্রবাহ। টানা ৯ দিনেরও বেশি সময় ধরে তীব্র তাপপ্রবাহের শিকার হয়েছেন বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ। মার্কিন এক গবেষণা সংস্থার রিপোর্ট অনুসারে ভারতের ৬১৯ মিলিয়ন মানুষ তীব্র দাবদাহের শিকার। ভয়ঙ্কর এই গরমে দগ্ধপ্রায় অবস্থা ছিল চিন, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ব্রাজিল, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, মেক্সিকো , ইথিওপিয়া, ইজিপ্ট। ওই রিপোর্ট বলছে, সারা বিশ্বে মোট জনসংখ্যার ৬০ শতাংশ এবার জলবায়ু পরিবর্তনের দরুণ বাড়তে থাকা এই প্রচণ্ড গরমের শিকার। বিশেষত জুন মাসের ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে এই দহন তীব্রতর হয়েছিল। 


Climate Central এর প্রোগ্রাম অফিসার অ্যানড্রিউ পারসিং জানিয়েছেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে যে পরিমাণ কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পুড়ে ধোঁয়া তৈরি হয়েছে, তাতে বিশ্ব আরও বিপদের দিকে এগিয়ে গিয়েছে। এর ফলে সারা পৃথিবীর বিপদ বেড়েছে । এই ভাবে চলতে থাকলে, কার্বন-দূষণ বাড়তে থাকলে, এই তাপপ্রবাহের প্রাবল্য আরও বাড়বে। বিশ্বের আরও বেশি সংখ্যক দেশের মানুষ পড়বেন প্রকৃতির দারুণ রোষে। জলবায়ু কেন্দ্রের জলবায়ু পরিবর্তন সূচক (CSI) বিশ্বব্যাপী তাপমাত্রার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নির্ধারণ করতে গিয়ে লক্ষ করে,এই জুন মাসের ১৬ থেকে ২৪ তারিখের মধ্যেই সারা বিশ্বে ৪.৯৭ বিলিয়ন মানুষ চরম তাপপ্রবাহের শিকার হয়েছেন। 


ভারতে এই গরমে প্রায় ৪০ হাজার মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অতিরিক্ত গরমের জন্য।  এছাড়া অতি গরমে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। সারা দেশে বিভিন্ন রাজ্যে জল নিয়ে হাহাকার তৈরি হয়েছে। India Meteorological Department এর দেওয়া তথ্য অনুসারে, সারা বিশ্বের মধ্যে ৪০ শতাংশ দেশে ১০ দিনেরও বেশি দিন ধরে চলেছে চরম তাপপ্রবাহ। ভারতে মরুরাজ্য রাজস্থানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি। আর রাতের দিকেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি র আশেপাশে থেকেছে।     


দিল্লিতে ১৩ মে থেকে টানা ৪০ দিন তাপমাত্রা  ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। তাপজনিত মৃত্যুও হয়েছে বহু। সৌদি আরবের মক্কায় এবার হজ যাত্রার সময় প্রচণ্ড গরম প্রায় ১৩০০ মানুষের প্রাণ কেড়েছে। ক্লাইমেট সেন্ট্রালের বিশ্লেষণে দেখা গেছে  ১৮ মে থেকে প্রতিদিন জলবায়ু পরিবর্তনের কারণে মক্কা শহরের তাপমাত্রা কমপক্ষে তিনগুণ বেশি এবার। এভাবে বিশ্বজুড়ে প্রতিবছরই যদি বাড়তে থাকে তাপমাত্রা, তাহলে কলকাতাও কি ভবিষ্যতে মরুশহর হয়ে যাবে? 


আরও পড়ুন : 


ভাঙা পা, শরীরজুড়ে জমাট রক্ত ! চোর সন্দেহে ছাত্রাবাসে যুবককে 'পিটিয়ে খুন' বউবাজারে