কলকাতা: সুষ্ঠুভাবে টেট (TET) করানোর জন্য নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক হল। গতকাল, সব জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব (Chief Secretary)। নবান্ন সূত্রে খবর, টেট সুষ্ঠুভাবে যাতে হয়, তার জন্য ২টি কমিটি গঠন করা হয়েছে। একটি জেলা স্তরে আর একটি মহকুমা স্তরে। পরীক্ষা কেন্দ্রের জন্য জারি হয়েছে বিধিনিষেধ। কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রের চারপাশে জারি করতে হবে ১৪৪ ধারা। আগামী ১১ ডিসেম্বর টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী।


কীভাবে হবে টেট? ১১ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট (Primary TET)। গত মাসে তার গাইডলাইন প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে জানানো হয়, টেট উত্তীর্ণ সার্টিফিকেটের 'লাইফ টাইম' বৈধতা থাকবে। অর্থাৎ, টেট উত্তীর্ণ সার্টিফিকেট দিয়ে ৪০ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা যতবার খুশি নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও একজন পরীক্ষার্থী একাধিকবার টেটে বসতে পারবেন। ১১ ডিসেম্বর, বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। ১৫০ নম্বরের পরীক্ষার জন্য সময় আড়াই ঘণ্টা। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে। ঘড়ি, সোনার গয়না পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। 


মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ইডির: ২০১৪-র টেট-এ পাস করিয়ে দিতে, ৩২৫ জনের কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। আদালতে চাঞ্চল্যকর দাবি করল ED। সাত ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। নির্দেশ দিল আদালত। সোশ্যাল ইকোনমিক ক্রাইম। ২০১৪ সালের টেট-এ ৩২৫ জনকে পাস করিয়ে দিতে, ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁর ৩০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালতে এমনই বিস্ফোরক দাবি করল ED। ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষের পর, এদিন মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল কোর্টে, ED-র বিশেষ আদালতে তোলা হয়। সেখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী দাবি করেন, প্রাথমিকের নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা একটা ধারাবাহিক অপরাধ।


আরও পড়ুন: North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় ফের বোমার হদিশ, ভাড়াটিয়ার খোঁজে শুরু তল্লাশি