রুমা পাল, কলকাতা: আজ শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। করোনা আবহে এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। পরীক্ষায় বসছেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসবেন। কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে থাকছেন স্পেশাল অবজার্ভার। টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা ঘটলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। আটকে দেওয়া হতে পারে রেজাল্ট। বাতিল হতে পারে স্কুলের অনুমোদনও। সকাল ১০ থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে।
পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি ট্যুইটে লিখেছেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। মনসংযোগ করো ও মাথা ঠান্ডা রেখ। তোমরা অবশ্যই সফল হবে।’
এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা
করোনার বাড়বাড়ন্তের জেরে গত বছর হয়নি উচ্চমাধ্যমিক। অতিমারী পরিস্থিতিতে এবারই প্রথম নিজের স্কুল বা হোম সেন্টারে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সে কথা মাথায় রেখে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁরা। মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। ভেন্যু সুপার ভাইজার, সেন্টার ইনচার্জ, বিশেষ পর্যবেক্ষক ছাড়া কেউ মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। পরীক্ষার হলে দু’জন করে পরিদর্শক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি সংসদ জানিয়ে দিয়েছে, যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ওই বিষয়ের শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব দেওয়া যাবে না।
সংবেদনশীল কেন্দ্রগুলিতে ভিডিও রেকর্ডিং
পুলিশের উপস্থিতিতে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। টোকাটুকির খবর এলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংসদ। এছাড়াও সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিডিও রেকর্ডিংয়ের কথাও মাথায় রাখা হচ্ছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। মোবাইল নিয়ে ঢোকা যাবে না। পেপার লিকের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথমবার অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার একটা অংশ সেনসেটিভ।’
পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক
পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করেছে সংসদ। সেই নম্বরটি হল- ০৩৩-২৩৩৭০৭৯২।