কলকাতা: গোপাল দলপতির (Gopal Dalapati) ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়, সিবিআই সূত্রে দাবি। ২০১৬-য় বড়বাজারে (Burrabazar) বেসরকারি ব্যাঙ্কে আরমান নামে অ্যাকাউন্ট খোলেন গোপাল দলপতি। হৈমন্তীকে নমিনি করেছিলেন গোপাল দলপতি ওরফে আরমান, সিবিআই সূত্রে দাবি। ২০২৩-এর জানুয়ারি পর্যন্ত ওই অ্যাকাউন্টের নমিনি ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Gangppadhyay) , সিবিআই সূত্রে দাবি।


নিখোঁজ রহস্যময়ী, একাধিক প্রশ্ন


আলিপুর আদালত থেকে বেরোনোর মুখে বৃহস্পতিবার হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে আনেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh) । নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে হেফাজতে থাকা তৃণমূল যুব নেতা দাবি করেন, নিয়োগ দুর্নীতিতে রহস্যময়ী হচ্ছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়। যিনি গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। প্রসঙ্গত, গতকাল থেকেই ফের খোঁজ নেই গোপাল দলপতির। পাশাপাশি কোনও পাত্তা নেই হৈমন্তীরও। এদিকে হৈমন্তীর মা দাবি করছেন, গোপাল দলপতির সঙ্গে মেয়ের বিয়ে হলেও, পরে ডিভোর্স হয়ে গেছে।


কিন্তু হৈমন্তীর মায়ের এই দাবি প্রতিবেশীদের একাংশ যেমন মানতে চাইছেন না, তেমনই বিভিন্ন তথ্য অন্য কথা বলছে। যেমন বেহালায় হৈমন্তী ও গোপাল দলপতির ফ্ল্যাটেও গিয়ে ফ্ল্যাটের দরজা তালাবন্ধ থাকলেও, ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দাবি করছেন, জানুয়ারির শেষেও দেখা গেছিল গোপাল ও হৈমন্তীকে। পাশাপাশি জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের বড়বাজার শাখায় অ্যাকাউন্ট রয়েছে, গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের। 


একসঙ্গে একাধিক জায়গায়


চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত, নমিনি ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক মন্ত্রকের অধীনে, রেজিস্ট্রার অফ কোম্পানিসের নথিতে উল্লেখ রয়েছে একটি কোম্পানির নাম, হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। তথ্য বলছে, ২০১৩-র মার্চে তৈরি হওয়া এই কোম্পানির ডিরেক্টর পদে দু-জন রয়েছেন। প্রথম নামটিই হচ্ছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। আর ডিরেক্টর হিসেবে দ্বিতীয় নাম গোপাল দলপতির। অফিসের ঠিকানা ডালহৌসি। 


রহস্যজনকভাবে যেখানে দেওয়ালে লেখা রয়েছে, অফিসের টাইমিং রাত ১২টা থেকে সন্ধে সাতটা। তার নীচে দেওয়া একটি ফোন নম্বর। একাধিক ঠিকানার উল্লেখ মিলেছে, যেখানে হৈমন্তী গঙ্গোপাধ্যায় থাকেন বা তাঁর অফিস থাকার কথা বলা হয়েছে। তেমনই একটি ঠিকানা হল হাওড়ার জগাছা। হৈমন্তীর পাশাপাশি, যে গোপাল দলপতি এখন সবার চর্চার বিষয়, তাঁর পৈতৃক বাড়ি হল পূর্ব মেদিনীপুরে ভূপতিনগর থানার বাজকূলে। 


আরও পড়ুন- 'রহস্যময়ী' হৈমন্তীর ঠিকানায় এবিপি আনন্দ, উঠে এল চাঞ্চল্যকর তথ্য