সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: গত শনিবার রাত তিনটে। হুগলির (Hooghly) পোলবায় পুলিশের একটি গাড়ি পেট্রলিং করছিল। দিল্লি রোডের উপর রাজহাট মোড়ের কাছে একটি পানশালার সামনে দাঁড়িয়ে ছিল সাদা রঙের একটি স্করপিও। সেটিকে দেখেই সন্দেহ হয় পুলিশের। ওই গাড়িটির মাথায় ছিল নীল বাতি। আর গাড়ির সামনে উইন্ডস্ক্রিনে একটি প্লেট ছিল। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) একটি বোর্ড লাগানো ছিল। পরে জানা যায়, সেই গাড়িটিই একটি ট্রাক্টরকে আটকে তোলা তুলছিল। কালনা থেকে হারিট যাওয়ার সময় একটি ইঁট বোঝাই ট্রাক্টরকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। ওই গাড়িতে থাকা তিনজন ট্রাক্টরের চালকের কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দিলে মামলা করে জেলে ঢুকিয়ে দেওয়া হবে বলে শাসানিও দেওয়া হয় বলে অভিযোগ। এমন চলার সময়েই পুলিশ গিয়ে পৌঁছয় সেখানে, ভেস্তে যায় দুষ্কৃতীদের পরিকল্পনা।
এরপর ওই ট্রাক্টর চালকের থেকে অভিযোগ পেয়ে গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়ির চালক-সহ আরও ২জনকে আটক করা হয়। অভিযুক্তদের কাছ থেকে একটি লোহার রড উদ্ধার হয়, গাড়িটি আটক করে পুলিশ। অভিযুক্তরা চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তদের নাম কার্তিক অধিকারী, প্রীতম গায়েন এবং কুন্তল সাহা। একজন পেশায় রঙ মিস্ত্রি, একজন ওষুধ সাপ্লাইয়ের কাজ করে। আর একজন গাড়ি চালায়। ধৃতদের বিরুদ্ধে প্রাণে মারার ভয় দেখিয়ে তোলাবাজি এবং সরকারি দফতরের বোর্ড লাগিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। স্করপিও গাড়িটি কার,কোনও সরকারি দফতরের কাজ করে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ (Hooghly Police)
হুগলি (HooghlY) Crime News) গ্রামীন পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, রাতে পোলবা থানার (Polba Police Station) পুলিশের একটি গাড়ি ওই এলাকায় টহল দিচ্ছিল। তখন তাঁরা দেখতে পায় একটি সরকারি বোর্ড লাগানো নীলবাতির গাড়ি একটি গাড়িকে আটকে ভয় দেখাচ্ছে।পুলিশ তাদের জিজ্ঞাসা করতেই সত্যিটা বেরিয়ে আসে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হাত শিবিরে এলেন বিনয় তামাঙ্গ! পাহাড়ে কংগ্রেসের নতুন ছক?