হুগলি: হুগলিতে (Hooghly Acid Attack Case) মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলল জাতীয় মহিলা কমিশন (National Commission For Women)। ১৬ অক্টোবর তলব করা হয়েছে হুগলি গ্রামীণের SP, DSP ও এই মামলার তদন্তকারী অফিসারকে। সম্প্রতি হুগলিতে বিজেপির এক মহিলা কর্মীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে (TMC)।


BJP মহিলা কর্মীকে অ্যাসিড হামলায় 'পুলিশি নিষ্ক্রিয়তার' অভিযোগ


জাতীয় মহিলা কমিশনের অভিযোগ, এই ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে। ঘটনার ৪ ঘণ্টা পর পুলিশ পৌঁছয়। এমনকী, জাতীয় মহিলা কমিশনের তদন্তেও বাধা সৃষ্টি করছে পুলিশ। তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। রাজ্যেরও সহযোগিতা মেলেনি বলে জাতীয় মহিলা কমিশনের অভিযোগ। কমিশনের আরও অভিযোগ, অ্যাসিড-হামলার ক্ষেত্রে হাসপাতালের প্রোটোকলও মানা হয়নি। আক্রান্ত মহিলা অভিযোগ করেন, অভিযুক্তরা তৃণমূল করে। পুলিশ ১২ ঘণ্টা পর FIR করেছে। অভিযোগকারিণীকে কোনও প্রয়োজনীয় নিরাপত্তা দেয়নি। 


রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়েও এই অভিযোগ ভুরিভুরি রাজ্যে


প্রসঙ্গত, রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়েও এখনও এই অভিযোগ বাংলার বুকে ভুরিভুরি। চলতি বছরেই রাতের অন্ধকারে গৃহবধূকে লক্ষ্য করে অ্যাসিড হামলা ঘটনা ঘটেছিল পূর্ব বর্ধমানে। গভীর রাতে শৌচাগারে গিয়েছিলেন ওই মহিলা। বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়েছিল বলে অভিযোগ।  তাঁর মুখ, গলা এবং হাত অ্যাসিডে দগ্ধ হয়েছিল বলে জানা যায়। কী কারণে ওই গৃহবধূর উপর অ্যাসিড হামলা হল, কে বা কারা অ্যাসিড ছুড়ল, এনিয়ে প্রশ্ন ওঠে অ্যাসিড হামলার পর গভীর রাতেই উদ্ধার করে ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়।


আরও পড়ুন, ২ রাত পার, রাজ্যপাল দেখা না করা অবধি ধর্নার হুঁশিয়ারি অভিষেকের 


বাইশ সালের এই ঘটনাও ভোলার নয়


বাইশ সালের এই ঘটনাও ভোলার নয়। পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন খোদ মাধ্যমিক (Madhyamik Exam 2022) পরীক্ষার্থী। পরে তাঁর স্বামীকে গ্রেফতার (Arrest) করেছিল পুলিশ (Police)। পরিবারের অভিযোগ, স্ত্রী (wife) পড়াশুনো ছাড়তে না চাওয়ার আক্রোশেই এই ঘটনা ঘটানো হয়েছিল। পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী স্ত্রী। সেজন্য স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠেছিল স্বামীর (husband) বিরুদ্ধে। তা-ও মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময়। বীরভূমের নলহাটির এই ভয়াবহ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছিল পুলিশ।