সোমনাথ মিত্র, হুগলি: একবিংশ শতাব্দীতেও যেখানে চাঁদে পৌঁছে যাচ্ছে মানুষ সেখানে এখনও পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে বাঁশের ডুলিতে করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এইরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।                                                 

সেই  বাঁশের পাটাতনকে লম্বা একটা বাঁশের দুই দিক থেকে দড়ি ঝুলিয়ে সেই বাঁশের দু'দিকে কাঁধে করে রোগীকে তুলে প্রায় এক কিলোমিটার বড় রাস্তা পর্যন্ত নিয়ে যেতে প্রাণ ওষ্ঠাগত হয় গ্রামবাসীদের। 

দাসপুর এক নম্বর ব্লকের নিচ নারাজোল গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া এই গ্রাম। গ্রামের মানুষের অভিযোগ গ্রামের সাথে যুক্ত প্রায় সব রাস্তায় এইরকম বেহাল কেউ অসুস্থ হলে গ্রাম থেকে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য ঘাটাল মেদিনীপুর মূল সড়কে রোগী আনতে গেলে বালিপোতা পর্যন্ত এই যে তেঁতুলতলার রাস্তা রয়েছে এই রাস্তা এই রকমই বেহাল থাকে। 

তার ওপর একটু বৃষ্টি পড়লেই বাইক তো দূরের কথা চার চাকা তো যাবেই না তখন হেঁটেও যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই রোগীকে নিয়ে যাওয়ার জন্য একটাই পথ বেছে নিয়েছেন গ্রামবাসীরা তাদের কাছে ভরসা এই বাঁশের ডুলি। গ্রামবাসীরা বলেন তিন মাস নৌকায় যাতায়াত বাকি সময় রাস্তা না থাকায় মাঠে নেমে জমিতে নেমে যাতায়াত করতে হয়। 

এইরকমই একটি ছবি বৃহস্পতিবার দেখা যায় এই গ্রামে এবং সেই ছবি ভাইরাল হয়। তবে এই বিষয়ে প্রশাসনিক কোন বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া না গেলেও সূত্র জানা যাচ্ছে যে ওই রাস্তা তৈরি হওয়ার টাকা স্যাংশন হয়েছিল। কিন্তু জমি-জটের কারণে রাস্তা তৈরি হয়নি। সেই টাকা ফিরে গেছে। এখন দেখার বিষয় এই ভোগান্তি গ্রামের মানুষকে কতদিন ভুগতে হয়। 

সম্প্রতি ২২ মে নারায়ণগড়ে কাদায় আটকায় গাড়ির চাকা, সেই সময় গাড়িতেই প্রসব মহিলার। সেই সময় ওই বেহাল রাস্তা নিয়ে বিতর্ক তৈরি হয়।