সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ট্রেনের এসি কামরার বেডশিট নিজের ব্যাগে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ! চুঁচুড়ার বিজেপি নেতা মৃন্ময় মজুমদারের বিরুদ্ধে চাদর চুরির অভিযোগ! ট্রেনের ভিডিও ভাইরাল ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে।
গতকাল হুল এক্সপ্রেসে সিউড়ি আদালতে যাচ্ছিলেন মৃন্ময় মজুমদার। সেই ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপি নেতার বিরুদ্ধে চাদর চুরির অভিযোগ ওঠে ওই ভিডিওয়। 'সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে', অভিযোগ বিজেপি নেতা মৃন্ময় মজুমদারের। 'বিজেপি নেতা বেডশিট চুরি করে ধরা পড়েছেন', এই বিজেপি ক্ষমতায় এলে কী করবে? কটাক্ষ তৃণমূলের।
ঠিক দেখা যাচ্ছে ভাইরাল ভিডিও-তে?
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নেতার সঙ্গে রেল কর্মীদের বাদানুবাদ হয়েছে। সেখানে রেল কর্মীকে বলতে শোনা যাচ্ছে 'আপনি এটা কখনও নিজের মনে করে নিতে পারেন না।' তখন ওই বিজেপি নেতাকে 'সরি, সরি' বলতেও শোনা যায়।
এই ঘটনা নিয়ে বিজেপি নেতা মৃন্ময় মজুমদার বলেন, 'আমি আমার প্রফেশনার কাজে ব্যান্ডেল থেকে সিউরি, হুল এক্সপেসে যাচ্ছিলাম। বাথরুম থেকে বেরনোর সময় আমাকে চার পাঁচ ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন আমি ওই কামরায় ঢুকে যাই। আমি ওখানে খবরের কাগজ পড়ছিলাম। এরপর ওই কামরায় ঝগড়া বিবাদ শুরু হয়। রেলের কর্মীদের সঙ্গে আমার একটা ঝগড়া-বিবাদ হয়। অন্য একজনের সঙ্গে হয়েছে। আমি ওঁকে বাঁচাতে গিয়েছিলাম। ওটা আমার সিটও ছিল না। আর সেই ভিডিও আমাকে নামে চালানো হচ্ছে। এ কী বিপদ। যারা এটা করেছে খুব অন্যায় করেছে। আমার ব্যাগ থেকে চাদর বেরচ্ছে সেটা দেখা যায়নি। আমার সিট থেকেও কিছু পাওয়া যায়নি। যদি অন্যায় করতাম কেন জিআরপি, আরপিএফকে জানাল না? আমি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে চিঠি লিখেছি। হাওড়া ডিআরএম-কেও জানিয়েছি। কোন কোন সোশাল মিডিয়ায় এটা ভাইরাল হচ্ছে সেটাও দেখব। যারা আমার বিরুদ্ধে এই কাজ করেছেন আমি আইনত ব্যবস্থা নেব।'
বিজেপি নেতা এও বলেন, 'আমার এই রুচি নেই। আমি সম্মানের সঙ্গে জীবনযাপন করি। আমার ফোন-ল্যাপটপের দামই ২.৫ লাখের কাছাকাছি। জীবনে কোনওদিন একটা পেনসিল নেইনি কারও থেকে, সেখানে সবার ব্যবহার করা এই চাদর ব্যাগে নেব? এই মানসিকতাই আমার নেই।'
এদিকে, এই ঘটনাটিকে উদ্ধৃত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেখানে বলা হয়েছে, 'ট্রেনের মধ্যে বিজেপির তথাকথিত ‘সংস্কার’-এর মুখোশ খুলে পড়েছে। মানুষের সেবা করার পরিবর্তে, হুগলি বিজেপি লিগ্যাল সেলের নেতা মৃন্ময় মজুমদারকে নাকি ট্রেনের কম্বল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা হয়েছে এবং একজন গরিব কোচ অ্যাটেনডেন্টকে হেনস্থাও করেছেন বলে অভিযোগ উঠেছে। যারা দেশকে ‘চুরি-মুক্ত ভারত’-এর জ্ঞান দেয়, তারাই চুরি, মিথ্যা এবং অহংকারে নিমজ্জিত।'
এ প্রসঙ্গে খোঁচা দিয়ে চাঁপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গাইন বলেন, 'উনি পেশায় একজন আইনজীবী। যিনি মানুষের জন্য লড়াই করেন, তিনিই না কি চুরি করছেন! বিজেপির এটাই ধর্ম, এটাই কর্ম। ক্ষমতায় না এসেই চুরি শুরু করে দিয়েছে। সরকারি সম্পত্তি চুরি করছে তা-ও আবার রেলের। ন্যায়ের বিচার যিনি করেন তিনিই অন্যায় করছেন। এই ধরনের মানুষরাই বিজেপিতে থাকে।'