সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সাংসারিক অশান্তির জের (Hooghly News)। পোলবায় স্ত্রীকে কোপালেন স্বামী। মহিলার একটি আঙুল কেটে পড়ে গিয়েছে (Husband Stabs Wife)। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও তিনি স্ত্রীকে কুপিয়েছিলেন বলে দাবি পরিবারের লোকজনের।


সাংসারিক অশান্তির জেরেই হামলা বলে অভিযোগ


হুগলির পোলবার (Polba News) সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অভিযুক্ত প্রদীপ মেটে। তাঁর স্ত্রী পূর্ণিমা মেটে। সুগন্ধার একটি বেসরকারি কলেজে কর্মরত তিনি। শুক্রবার সকালে সাইকেল চালিয়ে কলেজ যাচ্ছিলেন তিনি। সে সময় কাটারি হাতে নিয়ে অভিযুক্ত তাঁর ভাইয়ের স্ত্রীর উপরও হামলা করেন বলে জানা গিয়েছে।


জানা গিয়েছে, কামদেবপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে প্রদীপ পথ আটকান পূর্ণিমার। তার পর কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। বাধা দিতে গেলে, কাটারির কোপে পূর্ণিমার একটি আঙুল কেটে পড়ে যায় মাটিতে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই চিৎকার করে সাহায্য চাইতে শুরু করেন। তাতে আশেপাশের লোকজন ছুটে আসেন। 


আরও পড়ুন: Madhyamik Results 2022 : ৬৯২ নম্বর পেয়ে মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় মালদার কৌশিকী ও ঘাটালের রৌনক


লোকজন দেখে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন প্রদীপ। কিন্তু তাঁকে ধরে ফেলেন সকলে। খবর দেওয়া হয় পোলবা থানার পুলিশকে। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। গুরুতর জখম অবস্থায় এর পর পূর্ণিমাকে ভর্তি করা হয় হাসপাতালে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন তিনি।


এই ঘটনায় প্রদীপকেই কাঠগড়ায় তুলেছেন তাঁর ভাই সুজিত মেটে। তিনি বলেন, "দাদার মাথাটা ইদানীং খারাপ হয়েছে। কিছু দিন আগে আমার স্ত্রীকেও কুপিয়েছিল। তখন নিজেদের বাড়ির ব্যাপার বলে মামলা করিনি। "


ভাইয়ের স্ত্রীকেও আগে কুপিয়েছিলেন অভিযুক্ত


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রদীপ-পূর্ণিমার সম্পর্ক গোড়া থেকেই তেমন ভাল ছিল না। কলেজে কাজ করে সংসার চালান পূূর্ণিমা। তাঁরা জানিয়েছেন, অতিরিক্ত মদ্যপান করতেন প্রদীপ। স্ত্রীকে সন্দেহ করার বাতিকও ছিল। তা নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত।  দীর্ঘ দিন ধরে এমন চলতে থাকায়,  গত দেড় মাস ধরে নপোলবার মেঘসারে বাপের বাড়িতে ছিলেন পূর্ণিমা।  ভূমায় ফিরে কাজে বেরনোর সময় এই ঘটনা।