সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ফুটফুটে সদ্যোজাত কন্যাকে কোলে নিয়ে হাঁটছিলেন এক পথচারী। এক ঝলক দেখে সন্দেহের কোনও অবকাশই ছিল না। কিন্তু হাঁটার ধরন দেখে তাঁর দিকে নজর আটকে গিয়েছিল। তাতেই মারাত্মক ক্ষতি হওয়া আটকে দিলেন এক তরুণী। মাত্র পাঁচ দিন বয়সের শিশুটিকে উদ্ধার করা গিয়েছে। শিশুটিকে চুরি করা হয়েছিল বলেই সন্দেহ পুলিশের। তার পরিবারের খোঁজ শুরু হয়েছে (Alleged Child Theft)।
চুঁচুড়ায় সন্দেহভাজনের কাছ থেকে উদ্ধার পাঁচদিনের শিশুকন্যা
হুগলি (Hooghly News) জেলার চুঁচুড়ার(Chinsurah News) আখনবাজার এলাকার ঘটনা। বৃহস্পতিবার সন্ধেয় স্কুটি চালিয়ে যাওয়ার সময় এক পথচারীর উপর নজর পড়ে চয়নিকা আঢ্য নামের ওই তরুণীর। ইমামবাড়া হাসপাতালের দিক থেকে ঘড়ির মোড়ের দিকে যাচ্ছিলেন চয়নিকা। সেই সময় আখনবাজার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে এক পথচারীর হাতে থাকা ফুটফুটে শিশুটির উপর নজর পড়ে তাঁর। তিনি দেখেন, রাস্তার দিয়ে হাঁটার সময় টলছেন ওই ব্যক্তি। তাতে তাঁর হাত থেকে শিশুটি পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে।
ওই ব্যক্তিকে দেখে সন্দেহ জাগে চয়নিকার। স্থানীয় ট্রাফিক পুলিশকে বিষয়টি জানান তিনি। সন্দেহ প্রকাশ করে জানান, সম্ভবত শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। এর পর ছুটে গিয়ে ওই ব্যক্তির পথ আটকান চয়নিকা। তাঁকে দেখে এগিয়ে আসেন আরও দুই মহিলা। শিশুটি কে জানতে চাইলে ওই ব্যক্তি জানান, শিশুটি তাঁর নয়। শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ মামলা চলছে। তাঁরা চুঁচুড়া কোর্টে রয়েছেন। তিনি শিশুটিকে নিয়ে মধু কিনতে বেরিয়েছেন।
ওই ব্যক্তির কথাবার্তা অসংলগ্ন ঠেকে সকলের। তাঁর আচরণও সন্দেহজনক ঠেকে। এর পর তাঁরা ওই ব্যক্তিকে ধরে চুঁচুড়া থানায় নিয়ে যান। সেখানে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশের সামনেও একই বয়ান দেন ওই ব্যক্তি। জানান, তাঁর নাম মহেশ শর্মা। উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। শিশুটির বাবার নাম অয়ভ সাউ, মায়ের নাম সোনি ইসলাম। মহেশ তাঁদের প্রতিবেশি।
শিশুটির বাবা-মায়ের খোঁজ মেলেনি, ধৃতের বয়ানে বাড়ছে ধন্দ
আটক হওয়া ব্যক্তি সত্য বলছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। চুঁচুড়া আদালতে গিয়ে এ দিন অয়ভ এবং সোনি নামে কাউকে পাওয়া যায়নি। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও শিশুটির খোঁজে থানায় আসেননি কেউ। এ ছাড়াও, উত্তর ২৪ পরগনার বাসিন্দা হলে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ মামলা কেন চুঁচুড়া আদালতে হবে, তাও ভাবাচ্ছে চুঁচুড়া থানার পুলিশকে। শিশুটির বয়স দিন পাঁচেক বলে জানা গিয়েছে। থানার শিশু বান্ধব কর্নারে আপাতত ওই শিশুকন্যাকে রাখা হয়েছে।