কলকাতা: ফের খানিক স্বস্তি। রাজ্যে কমল গত ২৪ ঘণ্টায় করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত গতকালের বুলেটিনে ৩০০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছিল দৈনিক সংক্রমণ (Covd 19)। তবে আজ সেই সংখ্যা কমল।
রাজ্যের করোনা পরিস্থিতি
গতকাল রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩১৩ জন। আজ সেই সংখ্যা কমে হয়েছে ২৫২ জন। অন্যদিকে গতকাল রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছিলেন ৩ জন। আজ সেই সংখ্যা নেমেছে ২-এ। অর্থাৎ একজন হলেও মৃতের সংখ্যা কমেছে।
স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ৫ হাজার ৭৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৪ জন। মোট সুস্থের সংখ্যা ২০ লক্ষ ৮১ হাজার ১০০ জন। রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়ে ৯৮.৮৩ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৪৫১।
দেশের করোনা পরিস্থিতি
দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। সামান্য কিছুটা বাড়ল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আবার ১১ হাজার ছুঁইছুঁই ভারতের দৈনিক কোভিড গ্রাফ।
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭২৫ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৬৪৯ জন।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৪৮৮ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৭৮ হাজার ৯২০।
- গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অনেকটাই বেশি।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩ হাজার ৮৪ জন।
- গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৬০%।
- গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ লক্ষ ৯২ হাজার ৮৩৭টি কোভিড পরীক্ষা হয়েছে।
- গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩ লক্ষ ৫০ হাজার ৬৬৫টি কোভিড টিকা দেওয়া হয়েছে।
- শেষ বুলেটিন অনুযায়ী দেশে এখন অ্য়াক্টিভ করোনা রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪৭ জন।