সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: শাসকের হাসপাতাল-ক্ষোভ মদন মিত্র (Madan Mitra), শতাব্দী রায়ের (Satabdi Roy) পর এবার সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন ডানকুনি পুরসভার তৃণমূল (TMC) কাউন্সিলর। রোগী ভর্তি নিয়ে টালবাহানার অভিযোগ করলেন শাসক দলের নেতা। ভিডিও ভাইরাল (Viral Video) হতেই শুরু হয়েছে বিতর্ক। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদেরই সমর্থন জানিয়েছেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনায় সরব বিজেপি (BJP)।
প্রথমে অনুরোধ, পরে হাতাহাতি: সরকারি হাসপাতালে রোগীকে ভর্তি করার জন্য প্রথমে চিকিৎসককে অনুরোধ। এরপর হাসপাতালের টিকিট কাউন্টারে আরেক প্রস্থ কথা কাটাকাটি। কামারহাটির বিধায়ক মদন মিত্র, বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের পর এবার হুগলির ডানকুনি পুরসভার কাউন্সিলর, স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন শাসকদলের আরও এক জনপ্রতিনিধি বুকে ব্যথা ও প্রেশারের সমস্যা থাকায় সোমবার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে আনা হয় ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টুম্পা মইশালকে।
টালবাহানা হাসপাতাল কর্তৃপক্ষের: অভিযোগ, রোগিণীকে ভর্তি করা নিয়ে টালবাহানা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে চিকিৎসক ও হাসপাতালের কর্মীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কাউন্সিলর সূর্য দে। শেষপর্যন্ত রোগিণীকে ভর্তি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় সরকারি হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর।
হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের সমালোচনায় বিরোধীরা। হাসপাতালের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল বিধায়ক। ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সম্প্রতি SSKM-এ রোগী ভর্তি করাতে না পেরে সরব হন তৃণমূল বিধায়ক মদন মিত্র। শেষপর্যন্ত ওই রোগীকে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয়। এরপর রামপুরহাট মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এবার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে রোগী ভর্তি নিয়ে বিবাদে জড়ালেন তৃণমূলের কাউন্সিলর।
মদন SSKM সংঘাত: দুর্ঘটনায় আহত যুবককে এসএসকেএমে ভর্তি করা নিয়ে চূড়ান্ত সংঘাতে জড়িয়েছিলেন মদন মিত্র! হাসপাতালে দালালরাজের অভিযোগ তুলে এসএসকেএম বয়কটের ডাক দেন তৃণমূল বিধায়ক মদন মিত্র! প্রশ্ন তোলেন, এসএসকেএম কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। পাল্টা ভবানীপুর থানায় মদন মিত্রের বিরুদ্ধে FIR করেছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও পরবর্তীতে বিষয়টি নিয়ে সম্পূর্ণ অন্য সুর শোনা গিয়েছিল মদন মিত্রের গলায়।
এর আগে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালচক্রের অভিযোগ তুললেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও। সাংসদ-বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।