UPSC Topper Ishita Kishore: ঈশিতা কিশোর- এই তরুণীর নামের সঙ্গে বিগত কয়েক ঘণ্টায় পরিচিত গোটা দেশ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) মঙ্গলবার UPSC CSE 2022-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। 2022 সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় এবার শীর্ষে রয়েছেন ঈশিতা কিশোর। তবে প্রথমবারেই কিন্তু সাফল্য আসেনি ঈশিতার জীবনে। পরপর দু'বার প্রিলিমস পরীক্ষায় সফল হতে পারেননি তিনি। তবে তৃতীয়বারে দেশের সেরা হয়েছেন ঈশিতা।
এ হেন সাফল্য পেয়ে কী বলছেন তরুণী
ঈশিতার কথায় মেহনতই হল তাঁর সাফল্যের আসল চাবকাঠি। সপ্তাহে ৪০ থেকে ৪৫ ঘণ্টা পড়াশোনা করতেন তিনি। প্রথম থেকেই বেছে নিয়েছিলেন নিজের লক্ষ্য। সেই মতোই ফোকাস রেখে শুরু হয়েছিল পড়াশোনা। ঈশিতার কথায়, অন্যের সঙ্গে তুলনা করে পড়াশোনার সময় নির্ধারনের প্রয়োজন নেই। বরং নিজের যতটা প্রয়োজন সেই ভাবে পড়াশোনা করা উচিত। আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। সেই সঙ্গে নিয়মিত ভাবে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই আসবে সাফল্য। কোনও ভাবেই বিচলিত হলে চলবে না।
প্রথম দু'বারের অসফলতাও মনোবল ভাঙেনি
প্রথম দু'বার প্রিলিমস পরীক্ষায় সফল হতে পারেননি ঈশিতা কিশোর। কিন্তু তার ফলে ভেঙে পড়েননি তিনি। বরং বারবার নিজেকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। নাগাড়ে চলেছে সেলফ ইভ্যালুয়েশন। কোথায় ঘাটতি হচ্ছে, কীভাবে পড়লে সাফল্য আসবে, খামতি পূরণের জন্য কী কী করতে পারেন, দিনের পর দিন এইসব প্রশ্নই নিজেকে করেছিলেন ঈশিতা। মানসিক ভাবে ভেঙে না পড়ে বরং নতুন উৎসাহ, উদ্দীপনা নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। তাঁর নিষ্ঠা আর অধ্যাবসায়ই তাঁকে সাফল্য এনে দিয়েছে। প্রবাদে আছে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আর সাফল্যে যে সত্যিই কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কোনও বিকল্প নেই তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন ঈশিতা কিশোর।
'আই অ্যাম অন ক্লাউড নাইন'
ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় প্রথম হয়েছেন ঈশিতা। স্বভাবতই উচ্ছ্বাস, খুশি, আনন্দ সবই আজ বাঁধ ভাঙা। পরিবারের সকলে, অন্যান্য যাঁরা পাশে থেকেছেন সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তরুণী। একই সঙ্গে এও জানিয়েছেন যে মা-ই তাঁর 'ব্যাকবোন' ছিলেন। পরিবারের সকল সদস্য যেভাবে তাঁকে উৎসাহ জুগিয়েছেন, বরাবর পাশে থেকে ভরসা দিয়েছেন, সেজন্য তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী ঈশিতা কিশোর। যাঁরা প্রস্তুতি নিচ্ছেন এই পরীক্ষার তাঁদের জন্য ঈশিতার বার্তা, ফোকাস রেখে নিয়মিত পরিশ্রম করতে হবে। বিচলিত হলে চলবে না। কারও সঙ্গে তুলনা না করে নিজের পড়াশোনা চালিয়ে যেতে হবে। শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তাহলেই আসবে সাফল্য।
আরও পড়ুন- দিল্লি ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী ইউপিএসসি টপার , কে এই ঈশিতা কিশোর ?
Education Loan Information:
Calculate Education Loan EMI