সোমনাথ মিত্র, হুগলি : তাপপ্রবাহের (Heatwave) জেরে হুগলিতে (Hooghly) ক্ষতি হচ্ছে সবজি চাষে। প্রচণ্ড তাপে শুকিয়ে যাচ্ছে গাছ (Crops Damaged)। ফলন কমায় জোগানে ঘাটতি দেখা দিয়েছে। ফলে বাজারে দাম বাড়ছে সবজির (Vegetables Price Hike)। বৃষ্টি না হলে আরও ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর প্রভাব পড়ছে বাজারে। অগ্নিমূল্য সবজির দাম। বাজারে গিয়ে নাজেহাল সাধারণ ক্রেতা।


তীব্র তাপে পুড়ছে সবজি


চৈত্রের শেষ থেকেই পুড়ছে বাংলা। জ্বালাপোড়া গরমে মাঠেই পুড়ে খাক হচ্ছে সবজি। সেই শুকনো সবজিরই বাজারে আকাশছোঁয়া দাম। আর সবকিছুর জন্য দায়ী আবহাওয়ার মতিগতি। এবার চৈত্রের শেষ থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। কৃষি নির্ভর হুগলির বিভিন্ন গ্রামে চাষ করতে গিয়ে মাথায় হাত কৃষকদের। প্রচণ্ড গরমে জমিতেই শুকিয়ে যাচ্ছে ফসল। গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। ফলে মার খাচ্ছে গ্রীষ্মকালীন ফলন। কঋষকরা জানাচ্ছেন, বৃষ্টি না হওয়ায় একদিকে যেমন ফলন ব্যাহত হচ্ছে অন্যদিকে পোকা খাচ্ছে ফসল। আর এই তাপ সবজি নিতে পারছে না।


বাড়ছে আনাজের দাম


এর প্রভাব সরাসরি পড়ছে সবজি বাজারে। উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, এমনকি কাঁচালঙ্কার দাম বেড়েছে। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতার। এই পরিস্থিতিতে জেলা উদ্যান পালন দফতরের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত গরমের কারণে ফলন মার খাচ্ছে। ফল ধরলেও বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে না। এর জন্য চাষিদের একাধিক নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। ফসলে স্প্রে ও জমিতে সেচের জলের ব্যবস্থা করতে হবে। এছাড়াও, কৃষকদের সকাল সকাল কাজ সেরে বাড়ি ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। কবে নামবে বৃষ্টি ? চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে বসে আছেন কৃষকরা। আর কত ক্ষতি? আশঙ্কা আর আতঙ্কে ঘুম উড়েছে কৃষিজীবী মানুষগুলোর।


বেশ কিছুদিন ধরে বৃষ্টিহীন বাংলা। সবজি ব্যবসায়ীদের দাবি, তারই প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টি না হলে পরিস্থিতি আরও ঘোরাল হওয়ার আশঙ্কা করছেন তাঁরা । সবজি কিনতে গিয়ে পকেট খালি হয়ে যাওয়ার জোগাড়, তবু বাজারের থলি ভরছে না। সবজির এই দাম কোথায় গিয়ে ঠেকবে, ভেবে থই পাচ্ছেন না নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্তরা।         


আরও পড়ুন- হিটস্ট্রোক ও ডিহাইড্রেশন এড়াতে গ্রীষ্মে প্রতিদিন পাতে থাক এই ফল ও সবজি