সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পুজোর আগে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা। তারমধ্যেই মাথাচাড়া দিয়েছে ভাঙনের সমস্য়া। হুগলির বলাগড়ের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে পেয়ে ক্ষোভ-অভাব-অভিযোগের তালিকা তুলে ধরল গ্রামবাসীরাও।
হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি, মিলনগড় গ্রামে ভাঙন কবলিত এলাকা- এসব জায়গার পরিস্থিতি ঘুরে দেখতে পৌঁছন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে সেখানে। সাংসদকে দেখে তা নিয়েই ক্ষোভ জানান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বস্তা ফেলার পরেই তা ভেসে যাচ্ছে।
সাংসদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বাড়ি। নদীর পার ভাঙছে প্রতিনিয়ত। ভাঙনের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। আজ সাংসদকে কাছে পেয়ে তাঁদের সমস্য়ার কথাও জানান গ্রামের মহিলারা। যাঁদের বাড়ি তলিয়ে গেছে তাঁরা আবাসের ঘর মেলেনি বলে অভিযোগ করেছেন।
হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তিনমাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গিয়েছি সেই জায়গা তলিয়ে গিয়েছে। কয়েকটি বাড়ি-রাস্তাও গঙ্গায় মিশে গিয়েছে। খুবই খারাপ অবস্থা। এলাকার মানুষকে ত্রাণ দিয়েছি। গঙ্গা ভাঙন রোধ একটা বড় ব্যাপার। আমি লোকসভায় বলেছি। আবারও বলব। কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে। এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু করেননি। আমি চেষ্টা করছি।'
আবহাওয়ার পূর্বাভাস:
বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে। কোথাও কোথাও বইবে ঝোড়ো হাওয়া। আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজ সকালে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। আজ ও কাল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অন্যদিকে, পুজোর মুখে টানা দুর্যোগে চিন্তায় পড়েছে পুজো কমিটিগুলি। পুজো প্রস্তুতিতে বাধার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বক্রী হচ্ছে বৃহস্পতি! তুমুল আলোড়ন এই কয়েকটি রাশির জীবনে