সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: ‘আয়া না রাখলে চিকিৎসাই করা হবে না’। হুগলির (Hooghly) চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের এক নার্সের বিরুদ্ধে এই কথা বলার অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে হাসপাতালে এসে অভিযুক্ত নার্স ও হাসপাতাল সুপারকে ধমক দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঘটনায় ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সুপার।
কী অভিযোগ?
পিঠের ব্য়থা নিয়ে শুক্রবার সন্ধেয় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি হন স্থানীয় বাসিন্দা সুমিতা সরকার। তাঁর অভিযোগ কর্তব্য়রত নার্স বন্দনা দত্ত জানিয়ে দেন, আয়া না রাখলে চিকিৎসাই করা হবে না। এমনকী তিনি স্য়ালাইন খুলে দেন বলেও অভিযোগ রোগিণীর সুমিতা সরকার। অভিযোগকারী বলেন, “আমি পিঠে ব্য়থার জন্য় অ্য়াডমিট হয়েছি। ভর্তি হওয়ার সময়ে বলে দেয়নি আয়া রাখাটা বাধ্যতামূলক। আমাকে সিস্টার বললেন। স্য়ালাইন খুলে নিলেন আয়া রাখা হয়নি বলে।’’
নার্সের মন্তব্যে বিতর্ক: জেলার সরকারি হাসপাতালের নার্সের বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিযুক্ত নার্সের দাবি, “আমি বললাম আপনি একা রয়েছেন তো আপনার কাছে বাড়ির লোক কেউ নেই। উনি অভিযোগ করছেন আপনারা বলেছেন আয়া না রাখলে বেড পাবেন না। উনি বাথরুমে যাবেন তাই স্য়ালাইন খুলেছি। স্য়ালাইনটা হাওয়া খাচ্ছিল তাই খুলে রেখেছি পরে লাগিয়ে দেব। আমরা ২ জন স্টাফ। উনি বাথরুমে গেলে সব সময় তো আমরা নিয়ে যেতে পারব না।’’
খবর পেয়ে রাতেই হাসপাতালে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, “আইসি চুঁচুড়াকে বলেছি। সুপারকে বলেছি যে অপরাধী হবে তাঁর বিরুদ্ধে ব্য়বস্থা নিতে হবে। এই ডিপার্টমেন্টের চার্জে আছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই অফিসাররা কি চান যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বদনাম হোক? মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বদনাম করার জন্য় এরা বেতন পান? যে সিস্টার বললেন আয়া রাখতে হবে তিনি কত বেতন পান? কী জন্য় বেতন পান?’’ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল। তিনি বলেন, “আমি বলে গেছিলাম আয়া রাখা যাবে না। সিস্টারদের নার্সিং স্টাফদের করতে হবে। দীর্ঘদিন ধরেই অভিযোগ আয়া না রাখলে চিকিৎসা পাচ্ছে না। নির্দিষ্ট অভিযোগ আমরা পাইনি। রোগী যে স্টেটমেন্ট দিচ্ছেন সেটা মারাত্মক। আমরা সেই স্টেটমেন্ট মতো ব্য়বস্থা নেব।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Madhyamik 2024: দ্বিতীয় দিনেও বিপত্তি, সোশাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নের ছবি, বাতিল ১২ জনের পরীক্ষা