সোমনাথ মিত্র, হুগলি: নিজেরই দোনলা বন্দুকের গুলি লেগে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) তারকেশ্বর (Tarakeshwar) থানার মোজপুর গ্রামে। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন, গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শান্তনু ঘোষ। বছর চল্লিশের ওই ব্যক্তি একটি বেসরকারি সিকিউরিটি কোম্পানির বন্দুকধারী গার্ড হিসেবে কাজ করতেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তাঁর কাজ চলে যায়। কাজ হারিয়ে মানসিক দিক থেকে মারাত্মক ভেঙে পড়েছিলেন ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন কাজ হারিয়ে অবসাদ গ্রাস করেছিল ওই ব্যক্তিকে। আর অবসাদের কারণেই নিজের দোনলা বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। 


আরও পড়ুন - Hooghly News: পাণ্ডুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, আটক স্বামী


মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে কাজ চলে যাওয়ার পর সংসারে আর্থিক অনটন দেখা দেয়। পরিবারের জমানো অর্ছ এবং সম্পত্তি ভাঙিয়েই কোনওক্রমে সংসার চলছিল তাঁদের। ইদানিং তাঁর মানসিক অবসাদ অত্যন্ত বেশি দেখা গিয়েছিল। পরিবারের সদস্যরা দাবি করেছেন, আজ সকালে নিজের লাইসেন্স প্রাপ্ত দোনলা ছোট বন্দুকটি পরিষ্কার করবেন বলে বের করেন শান্তনু ঘোষ। তারপর আচমকাই গুলির আওয়াজ শুনতে পান তাঁর বাড়ির লোকেরা এবং প্রতিবেশীরা। গুলির আওয়াজে তাঁরা ছুটে আসেন। দেখা যায়, মাথায় গুলি লেগে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন ওই ব্যক্তি। পাশে পড়ে রয়েছে তাঁর বন্দুকটি। বাড়ির অন্যান্য সদস্যদের দাবি, নিজেই নিজের মাথায় বন্দুক দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছেন শান্তনু বাবু। প্রতিবেশীরাও ছুটে আসেন গুলির শব্দে। এমন ঘটনায় দ্রুত খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে বন্দুকটি উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি ওই ব্যক্তির দেহও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির কাছে যে বন্দুকটি ছিল, সেটি লাইসেন্স প্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অবসাদের কারণেই নিজে নিজেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না এলে ওই ব্যক্তির মৃত্যুর আসল কারণ বোঝা যাবে না বলেও তাঁরা জানিয়েছেন। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।