হুগলি: হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হল কলকাতায়। শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় উত্তেজনা। হাসপাতালের বাইরে বিরোধীদের বিক্ষোভ। গতকাল সিঙ্গুরের এক নার্সিংহোমে নার্সের মৃত্যু ঘিরে তুলকালাম বাধে। মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান নার্সের পরিবার। ৩ দিন আগে শিবম সেবাসদন নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা। 

আরও পড়ুন, রেড রোডের কুচকাওয়াজের পর গরমে অসুস্থ অন্তত ৩৯ জন পড়ুয়া ! নেওয়া হল SSKM-এ, পৌঁছলেন মুখ্যমন্ত্রী

কাজে যোগ দেওয়ার ৩ দিনের মাথায়, উদ্ধার হল ঝুলন্ত দেহ

হুগলির সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের রহস্য়মৃত্য়ু। কাজে যোগ দেওয়ার ৩ দিনের মাথায়, উদ্ধার হল ঝুলন্ত দেহ। এই ঘটনায় সরাসরি খুনের অভিযোগ তুলেছে মৃত নার্সের পরিবার। প্রায় ৬ ঘণ্টা ধরে রাস্তায় বসে বিক্ষোভও দেখান তাঁরা। যদিও মৃতার পরিবারের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। মাত্র এক সপ্তাহ আগেই আর জি কর মেডিক্য়ালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বীভৎস ঘটনার একবছর পূর্ণ হয়েছে। 

ওই নার্সকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর মা-বাবা

গতবছরের ১৪ অগাস্টের মতো, বৃহস্পতিবারও দিকে দিকে সেই রাত দখলের ছবি। কিন্তু, এসবের মধ্য়েই হুগলির সিঙ্গুরের একটি নার্সিংহোমে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে দানা বাঁধল রহস্য। ওই নার্সকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর মা-বাবা। মৃত নার্সের বাবা  সুকুমার জানা বলেন, আমার মেয়েকে জোরপূর্বক ওরা খুন করেছে। তদন্ত চাই এবং দোষী নার্সিংহোম মালিকের সাজা চ বাস্তবে যদি দু'নম্বরি করে টাকা খেয়েছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। 

'রাতে দরজা বন্ধ ছিল,জানালা দিয়ে দেখি..'

মৃত নার্সের নাম , দীপালি জানা, বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। মাত্র ৩ দিন আগে সিঙ্গুরের শিবম সেবাসদন নার্সিংহোমে নার্সের কাজে যোগ দেন বছর ২৪-এর দীপালি। বুধবার রাতে নার্সিংহোমের চারতলায় ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত নার্সের সহকর্মী  মল্লিকা বাউড়ি বলেন,আমি দেখতে পাই...রাতে দরজা বন্ধ ছিল...জানালা দিয়ে দেখি ঝুলছে। যদিও, মৃতার পরিবারের সরাসরি অভিযোগ, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)