বাপন সাঁতরা, হুগলি: সরকারি টাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা (Road Repair Controversy)। হাত দিলেই উঠে আসছে পিচ। হুগলির পুরশুড়ায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পথশ্রীর নামে লুঠের কারবার বলে কটাক্ষ করেছে বিজেপি। অস্বস্তির মুখে হুগলি জেলা পরিষদের কোর্টে বল ঠেলেছে তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত সমিতি।


নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি রাস্তা: একদিকে তৈরি হচ্ছে ঝাঁ চকচকে পাকা রাস্তা, অন্যদিকে সদ্য তৈরি হওয়া সেই রাস্তায় হাত দিলে এভাবেই খুলে আসছে পিচের চাঙড়। যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হুগলির পুরশুড়ার বাসিন্দাদের। স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন পর হুগলির পুরশুড়ার এই এলাকার ভাঙাচোরা রাস্তার বদলে পাকা রাস্তা তৈরি হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে পিচের এই রাস্তা। মোট ১ কিমি ১৩০ মিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ২৭ লক্ষ টাকা। কিন্তু অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করায় হাত দিলেই উঠে আসছে পিচের চাঙড়। রাস্তা নির্মাণকারী ঠিকাদার সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। যদিও রাস্তা তৈরির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের দাবি, নিয়ম মেনেই সমস্ত কাজ হচ্ছে। ঠিকাদার ত্রিদিব মণ্ডল বলেন, "এখানে পিচের থিকনেসের কোনও প্রবলেম নেই। ৫ বছরের গ্যারান্টি। কাজ করার সাথেসাথে টেনে তুললে তো উঠবেই। রাস্তার সেটিংয়ের জন্য সময় তো দিতে।''


রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতেই শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, "পুরশুড়া শ্রীরামপুরের রাস্তা, হতশ্রী রাস্তা। টাকা তৃণমূলের লোকেরা চুরি করছে। উন্নয়নের নাম করে মানুষের সাথে প্রহসন করছে।'' পুরশুড়া পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও সহ সভাপতি খোকন মল্লিক বলেন, "কাজটা খারাপ হচ্ছে কি, ভাল হচ্ছে, জেলার যেসব ইঞ্জিনিয়াররা আছেন তাঁরা বলতে পারবেন। আমরা অভিযোগগুলো প্রশাসনের যেখানে জানানোর জানাব।'' যদিও ঘটনা ঘিরে শোরগোল শুরু হতেই, ঘটনাস্থলে গিয়ে রাস্তার মান পরীক্ষা করতে দেখা যায় জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের। প্রশাসন সূত্রে খবর, মজবুত রাস্তা তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Tarapith New Rule: তারাপীঠে কড়াকড়ি, দর্শনার্থীদের জন্য জারি করা হল নতুন নির্দেশিকা