সোমনাথ মিত্র, হুগলি: সিঙ্গুরের (Singur) দই, পান্ডুয়ার ঘুগনির পর এবার ধনিয়াখালির চা। হুগলিতে (Hooghly) একের পর এক খাবারের প্রশংসায় পঞ্চমুখ হুগলির  তৃণমূল প্রার্থী (TMC Candidate) রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। 


আজ ধনিয়াখালির কানা নদী এলাকায়  চা-চক্রে যোগ দিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দোকান থেকে নিজে  চা নিয়ে শুধু চায়ে চুমুক দিলেন যে তা নয়, সবার হাতে গরম গরম চা-ও তুলে দিলেন তৃণমূল প্রার্থী।  


একদম খোলা পরিবেশে চায়ের দোকানের বেঞ্চে বসে গ্ৰামের মানুষের সঙ্গে চা চক্রে আড্ডা দিলেন রচনা। চা -এ চুমুক দিয়ে নববর্ষের শুভেচ্ছাও জানালেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি নববর্ষ উপলক্ষে সকলের হাতে মিষ্টি তুলে দিলেন রচনা।


রচনার ঘুগনি বিলি


কিছুদিন আগে ঘুগনি খেয়ে জনসংযোগ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন। নিজে ঘুগনি খান দলীয় কর্মীদেরও খাওয়ান।এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পরেন। ক্ষেত মজুরদের সঙ্গে বসে গল্প করেন। রচনার কথায়, এত ভাল ঘুগনি আমার বাড়িতেও হয় না। এখানকার দইও ভালো ঘুগনিও ভালো।                                             


আরও পড়ুন, বাংলাকে কীভাবে হাতের তালুর মতো চিনল জঙ্গিরা? বঙ্গে রয়েছে কোনও নেটওয়ার্ক?


প্রসঙ্গত, দিন কয়েক আগে সিঙ্গুরে তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা বলেছিলেন টক দইটা তো অসাধারণ, আমাদের বাড়িতে তো এরকম দই হয় না কলকাতায়। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে, গরু তো শাকপাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বের হচ্ছে সেটা এত ভাল যে দইটা এত ভাল।  তৃণমূলের তারকা প্রার্থীর কথায়, ‘‘আমি তো শুধু খাওয়ার মধ্যেই আছি। নিজে খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি।’’                                                    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে