সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : ব্যবসায়ীর কাজের খোঁজ নিয়ে সেই সূত্র ধরে নতুন কায়দায় প্রতারণা (Busienssman Duped)। পণ্য ডেলিভারি করার কথা জানিয়ে ঠিকানা জানতে চেয়ে মোবাইলে প্রথমে লিঙ্ক পাঠানো, তারপর সেই লিঙ্ক ক্লিক করতেই উত্তরপাড়ার ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা সাফ। অনলাইন প্রতারণার (Online Fraud) খপ্পরে পড়ে পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী রঞ্জিত কর্মকার। তদন্তে উত্তরপাড়া থানা (Uttarpara Police Station) ও চন্দননগর পুলিশের সাইবার থানা (Chandannagar Police Cyber Police)।


হুগলির (Hooghly) উত্তরপাড়ার শিবনারায়ণ রোড এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী রঞ্জিত কর্মকার। ব্যবসায়ীর অভিযোগ, তাঁর মোবাইল ফোন করে একটি অনলাইন সংস্থার নাম করে বলা হয় পার্সেল ডেলিভারি (Parcel Delivery) করতে গিয়ে বাড়ি খুঁজে পাচ্ছে না ডেলিভারি বয়। ঠিকানা জানাতে মোবাইলে ডেলিভারি কোড পাঠানো হচ্ছে। সেখানে ক্লিক করে ঠিকানাটা পাঠিয়ে দিতে বলা হয়। ওই লিঙ্কে ক্লিক করে একটি রেফারেন্স নম্বর পাঠিয়ে দিতে বলা হয়।


ব্যবসার কাজে মাঝেমধ্যেই পার্সেল আসে ব্যবসায়ীর কাছে। তাই প্রতারকদের ফাঁদ বুঝতে না পেরে ওই লিঙ্কে ক্লিক করে ফেলেন ব্যবসায়ী রঞ্জিত কর্মকার। ব্যবসায়ীর অভিযোগ, প্রতারকদের পাঠানো লিঙ্কে ক্লিক করার পরই ফোনে একাধিক ওটিপি আসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যবসায়ী দেখতে পান, তাঁর তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় ৮ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। ওই অ্যকাউন্টগুলি বন্ধ করে উত্তরপাড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। অনলাইন প্রতারণা চক্র প্রতিদিনই নতুন নতুন কায়দায় সাধারণ মানুষকে প্রতারিত করছে। রঞ্জিত বাবুর ক্ষেত্রে লিঙ্ক-এর মাধ্যমে সম্ভবত মোবাইল ক্লোন করে প্রতারিত করা হয়েছে বলেই অভিযোগ। এই প্রতারণা চক্রের আড়ালে কে বা কারা রয়েছে, সেটা তদন্ত করে দেখতে শুরু করেছে পুলিশ।


আরও পড়ুন- অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি, কোচবিহারের পর এবার জলপাইগুড়িতেও বিশৃঙ্খলা


 প্রসঙ্গত, হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে রমরমিয়ে চলছে প্রতারণা চক্র। শেষ মুহূর্তে ঝক্কি এড়াতে অনেকেই আগেভাগে বেড়ানোর খুঁটিনাটি প্ল্যান সেরে রাখেন। আর এখন অনলাইনেই ট্রেনের টিকিট, হোটেলে ঘর ভাড়া থেকে এমনকী সাইট সিইংয়ের গাড়িও বুক করে রাখা যায়। আর সেখানেই ফাঁদ পেতে রয়েছে প্রতারকরা। 


পুলিশ সূত্রে খবর, হোটেলের ওয়েবসাইট ক্লোন করে সেখানে বদলে দেওয়া হচ্ছে ফোন নম্বর। হোটেল বুক করতে গিয়ে সেই ফাঁদে পড়ে টাকা খোয়াতে হচ্ছে পর্যটকদের। গাঁটের কড়ি খরচ করে হোটেল বুকিংয়ের পরও গন্তব্যে গিয়ে শুনতে হচ্ছে তাঁদের নামে কোনও বুকিংই নেই। 


আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?