সৌরভ বন্দ্যোপাধ্যায়, পান্ডুয়া: জায়গা নিয়ে দীর্ঘদিনের ঝামেলা। তার জেরে চিকিৎসককে মারধরের অভিযোগ (Doctor Beaten Up)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির (Hooghly News) পান্ডুয়া এলাকায়। গুরুতর আহত হয়েছেন ওই চিকিৎসক। হাসপাতালে এই মুহূর্তে চিকৎসাধীন রয়েছে তিনি। ওই চিকিৎসকের ছেলেকেও বেদম প্রহার করা হয় বলে অভিযোগ।


জায়গা নিয়ে বিবাদের জেরে চিকিৎসককে মারধর!


হুগলির পান্ডুয়ার (Pandua News) হরাল দাসপুর পঞ্চায়েতের অন্তর্গত হরাল হাটতলার ঘটন। সোমবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। হরাল দাসপুরের বাসিন্দা নীরদবরণ সাধুখাঁ। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক তিনি। সোনাটিকারী বাজারে প্রায় ৩০ বছর ধরে রোগীদের চিকিৎসা করে চলেছেন।  ওই বাজারেই, দোকানের বাইরে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।


স্থানীয় সূত্রে খবর,সোমবার রাতে দোকান বন্ধ করছিলেন নীরদবাবু। সেই সময় সোনাটিকারী গ্রামের বাসিন্দা লোকমান সরকার, আলিম সরকার এবং রাজা সরকার তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। তাঁরা নীরদবাবুকে বেধড়ক মার ধর করেন। তাতে নীরদবাবুর মাথায়, পায়ে এবং বুকে আঘাত লেগেছে বলে অভিযোগ তাঁর পরিবারের লোকজনের। 


আরও পড়ুন: Bomb Blast: সেপটিক ট্যাঙ্কে বোমা বিস্ফোরণ, কাঁপল দাঁতন ধোঁয়ায় ঢাকল এলাকা


এই ঘটনার পর পরিবারের লোকজনই এসে নীরদবাবুকে উদ্ধার করেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর সেকান থেকে ছেড়ে দেওয়া হল তাঁকে। এর পর স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। 


দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল বলে অভিযোগ


নীরদবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে জায়গা নিয়ে লোকমানের সঙ্গে নীরদবাবুর গন্ডগোল চলছে। সোমবারও তা নিয়ে একদফা ঝামেলা হয়। নীরদবাবুর ছেলে সুহৃদ সাধুঁখাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এ নিয়ে বিভিন্ন প্রশাসনিক দফতরে অভিয়োগ জানানো হয়েছে বলে জানিয়েছেন সুহৃদ।