সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : ঠিক যেন সিনেমা ! আয়কর অফিসার পরিচয় দিয়ে শ্রীরামপুরে সোনা গলানোর দোকানে হানা ! নগদ টাকা ও সোনার বার নিয়ে চম্পট। দোকানের মালিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। তদন্তের নেমেছে চন্দননগর কমিশনারেট (Chandannagar Commisionarate)। সিসিটিভি ফুটেজ (CCTV Camera Footage) দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিপি।
ঠিক যেন Special 26। রিলের ধোঁকা রিয়েলে ! পোলবার মদের খারখানায় আয়কর হানার মধ্যেই নকল আয়কর হানা শ্রীরামপুরে ! দোকানের ভেতরে এক জন, বাইরে পাহারায় দু'জন ! গলায় ঝুলছে আইকার্ড, মুহুর্মুহু কথা বলছেন মোবাইল ফোনে। বেশ কিছুক্ষণ তল্লাশির পর দোকানের মালিককে নিয়ে চলে গেলেন তিনজন। আয়কর অফিসার পরিচয় দিয়ে সোনা গলানোর দোকানে লুঠ ! অভিযোগ পেয়ে তদন্তের নেমেছে চন্দননগর কমিশনারেট। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে কুমিরজলা রোডে।
দোকানের মালিকের দাবি, সুট-বুট পরা ৩ ব্যক্তি হঠাৎ দোকানে হাজির হন। প্রত্যেকের গলায় আয়কর দফতরের আই কার্ড ঝোলানো ছিল। দোকানে ঢুকেই তাঁরা তল্লাশি শুরু করেন, নথি দেখতে চান। নথি দেখাতে না পারায় দোকানের মালিককে ভয় দেখিয়ে নগদ টাকা ও সোনার বার নিয়ে চলে যান তাঁরা। যাওয়ার সময় দোকানের মালিককেও গাড়িতে তুলে নেন। মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলেন, আয়কর অফিসে যোগাযোগ করতে। পরে জানা যায়, পুরো অভিযানটি ভুয়ো।
প্রতারিত হয়েছেন, বুঝতে পেরে পুলিশে অভিযোগ জানান দোকানের মালিক। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
স্পেশাল ২৬-এ দিল্লিতে এক মন্ত্রীর বাড়িতে হানা দেয় সিবিআই। সাহায্য করে স্থানীয় থানার পুলিশ। অভিযান চালিয়ে বাড়ি, গাড়ি থেকে লুকোনো টাকা, গয়না উদ্ধার করেন তদন্তকারীরা। অপারেশন শেষ করে চলে যাওয়ার পর জানা যায়, অভিযান ছিল নকল সিবিআই-এর। রুপোলি পর্দার এই গল্পের স্মৃতি উসকে দিয়েছে, শ্রীরামপুরের ঘটনা। চন্দননগর কমিশনারেটের সিপি জানিয়েছেন, ঘটনায় জড়িত ৩ জন। সিসিটিভিতে তাদের ছবি ধরা পড়েছে। সন্দেহ করা হচ্ছে, এই গ্যাং আগেও এরকম কাজ করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
- আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
- https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y