সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখতে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে এই দৃশ্য দেখতে হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। কুকুর মেরে, স্প্রে করে ঘুম পাড়িয়ে একের পর এক বাড়িতে চুরির ঘটনা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে চুঁচুড়ার কাপাসডাঙায় (Hooghly Theft News)।
মাথায় হাত চুঁচুড়ার একাধিক পরিবারের: স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখতে গিয়েছিলেন কয়েকটি পরিবার। ভোরে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভেঙে সর্বস্ব নিয়ে গেছে চোর। অভিযোগ তারক চন্দ নামে প্রৌঢ়কে ঘুমের ওষুধ স্প্রে করে ঘরের জিনিস লুট করে চোর। এখানেই শেষ নয়, তাপস পাল, তারক দাস নামে আরও দুই গৃহস্থের ঘর সাফ করে চোর। কয়েকটি বাড়িতে তালা ভাঙার চেষ্টাও হয় বলে অভিযোগ।
চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাপাসডাঙা সতীন সেন স্কুলের পাশে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সব বাড়ি যে ফাঁকা ছিল এমনটা নয়। যাঁরা ভাসান দেখতে গিয়েছিলেন তাঁর ফিরে দেখেন চুরি হয়েছে। যারা বাড়িতেই ছিলেন তাঁরা কেউ টের পাননি। অনুমান ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রিনা বিশ্বাস বলেন, "গত কয়েক দিনে ছয় সাতটি কুকুর মারা যায় অস্বাভাবিকভাবে। বহিরাগত দেখলেই কুকুর চেঁচাত। এখন বুঝতে পারছি এটা একটা পরিকল্পনা ছিল।''
স্থানীয় বাসিন্দা তারক চন্দ বলেন, "আমি ঘুমিয়ে ছিলাম কিছু একটা স্প্রে করে। আমি সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না। এখনও মাথা ধরে আছে। ঘরে কটু গন্ধও রয়েছে।'' পিয়ালী চন্দ জানান, "আলমারি তছনছ করে গহনা টাকা নিয়ে গেছে। কত টাকার জিনিস তা হিসাব করা হয়নি।'' তাপস পাল জানান, "আলমারিতে নগদ ৭৬ হাজার টাকা, ভরি দশেক সোনার গহনা, পঞ্চাশ গ্রাম রূপোর কয়েন চুরি হয়েছে।'' সব মিলিয়ে এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sand Mining: বালি মাফিয়াদের থাবা, এবার ক্ষতির মুখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'হাঁসুলি বাঁক'