সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: দীপাবলির রেশ তখনও কাটেনি। সেই আবহেই উত্তরপাড়া (Uttarpara News) যুবতীকে লক্ষ্য করে অ্যাসিড হামলার অভিযোগ (Acid Attack)। ওই যুবতীকে লক্ষ্য করে অ্য়াসিড জাতীয় সবুজ তরল পদার্থ ছোড়া হয় বলে অভিযোগ সামনে এসেছে। তাতে আক্রান্ত হয়েছেন ওই যুবতী। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
উত্তরপাড়ায় যুবতীর উপর অ্যাসিড জাতীয় তরল ছোড়া হল!
উত্তরপাড়ার শান্তিনগর এলাকার ঘটনা। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আক্রান্ত যুবতী জানিয়েছেন, কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। শান্তিনগর রেশন দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই পিছন থেকে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড জাতীয় সবুজ তরল পদার্থ ছোড়েন এক ব্যক্তি।
আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবতী। চিৎকার করে ওঠেন তিনি। তাতে ওই ব্য়ক্তি ঘটনাস্থল থেকে চম্পট দেন বলে অভিযোগ। যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। এই ঘটনায় এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি তুলেছেন সকলে।
আরও পড়ুন: Legal News: আপনজনের মৃত্যু হলে কীভাবে পাবেন সম্পদের সন্ধান ? জেন নিন পদ্ধতি
আক্রান্ত ওই যুবতী জানিয়েছেন, অ্যাসিড জাতীয় সবুজ ওই তরল পদার্থ তাঁর চুলে এবং পিঠে এসে পড়ে। সঙ্গে সঙ্গে জ্বালা শুরু হয়। পরনের জামায় ওই তরল পদার্থ সে পড়ায় জামাটি লাল হয়ে গিয়েছে। শান্তিনগর এলাকায় আগেও একাধিক বার এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর।
এলাকায় সিসিটিভি ক্য়ামেরা বসানোর দাবি তুলছেন স্থানীয়রা
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শান্তিনগর এবং আশেপাশের এলাকাতেও। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। মেয়েদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সেখানে মোড়ে মোড়ে সিটিটিভি ক্যামেরা বসানো উচিত বলে মত তাঁদের। এই ঘটনায় উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবতী। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
পাটুলিতে ফের দুষ্কৃতীদের দৌরাত্ম্য
এ দিকে, তিন দিনের মাথায় পাটুলিতে (Patuli News) ফের দুষ্কৃতীদের তাণ্ডব। বাড়ির সামনে মদ্যপান করায় প্রতিবাদ জানিয়েছিলেন এক দম্পতি। তাতে ওই দম্পতিকেই মারধর করা হল বলে অভিযোগ। মারধরের জেরে চোখে গুরুতর আঘাত পেয়েছেন গৃহকর্তা। পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে সেই নিয়ে। এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ (Patuli Police Station)।