সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: গঙ্গায় ভাঙন (land erosion) সমস্যা নতুন না হলেও গুরুতর। সেই সমস্যা প্রতিহত করার অনেক চেষ্টা চালানো হলেও প্রকৃতির (nature) সঙ্গে বোঝাপড়া করা যে বেশ কঠিন। অন্যদিকে ভাঙন তরান্বিত হওয়ার আরও এক কারণ অরণ্য ধ্বংস (deforestation)। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় আলগা হচ্ছে মাটি, বাড়ছে ভাঙন। এবার সেই সমস্যার সমাধানেই এগিয়ে এল চন্দননগর কলেজ (Chandannagar College)। 


গঙ্গার ভাঙন রুখতে চন্দননগর কলেজের উদ্যোগ


গঙ্গার ভাঙ্গন রোখার জন্য বিশেষ উদ্যোগ নিল চন্দননগর কলেজ। তাদের তরফ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় লাগানো হল নতুন গাছ। সুন্দরবন থেকে বিশেষজ্ঞদের নিয়ে এসে ম্যানগ্রোভ বৃক্ষ (Mangrove Tree) রোপন করা হল গঙ্গা তীরবর্তী এলাকায়। চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশীষ সরকার জানান এই গাছ যেমন ভাঙন রোধ করবে তেমনই পরিবেশকেও বাঁচাবে। আজ অর্থাৎ শুক্রবার মোট আড়াইশো গাছের চারা লাগানো হয়। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে পরে আরও গাছের চারা এনে লাগানো হবে।


অন্যান্য জেলায় ভাঙন


অন্যদিকে ভাঙন আতঙ্ক অব্যাহত মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে। প্রতাপগঞ্জের পর এবার নতুন করে ভাঙন শুরু হয়েছে শিবপুর (Shibpur) এলাকায়। বুধবার সকালে চোখের নিমেষে নদী গর্ভে তলিয়ে যায় শিবপুরের বেশ কয়েকটি বাড়ি। ভাঙন আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার। বর্তমানে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের সদস্যের আশ্রয়স্থল চাচন্ডো নিম্ন বুনিয়াদি প্রাইমারি স্কুল। গ্রামজুড়ে এখন শুধুই সব হারানোর হাহাকার। বিপজ্জনক পরিস্থিতিতে, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এখন ভিটে ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছেন। আরও বেশ কিছু বাড়ি যে কোনও সময়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা। বিপজ্জনক পরিস্থিতিতে আতঙ্কিত মানুষজন।


বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু মানুষের যন্ত্রণা মেটে না। এবছরও ভাঙনের কবলে অসহায় পরিস্থিতি নদী পাড়ের বাসিন্দাদের। লাগাতার ভাঙন হচ্ছে। যা নিয়ে ক্ষোভ জন্মেছে অসহায় মানুষদের মনে। এদিন সকালে গঙ্গায় হুড়মুড়িয়ে ভেঙে যায় একাধিক বাড়ি। শিবপুরে ভাঙন আতঙ্কে ঘরছাড়া তারা মণ্ডল, বিপদ সিংহ।  নদী পাড়ের অন্য বাড়িগুলিও পড়ে যাওয়ার আশঙ্কায। ইতিমধ্যেই বাড়ি ভেঙে যতটুকু সম্বল বাঁচানো যায়, সেই আশায় রয়েছেন গ্রামবাসীরা।


আরও পড়ুন: Suvendu Adhikari : তারকেশ্বরে শুভেন্দুর সভায় 'পাথর', পুকুরের জল ও দুধ ঢেলে শুদ্ধিকরণ


এই পরিস্থিতি এড়িয়ে যেতেই উদ্যোগী চন্দননগর কলেজ। ছাত্রছাত্রীরা একসঙ্গে বৃক্ষরোপন করে দৃষ্টান্ত স্থাপন করলেন।