মোহন দাস, হুগলি: দীর্ঘদিন ধরে এলাকায় জলসংকট। বারবার প্রশাসনকে জানানোর পরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। তাই এবার পানীয় জলের দাবিতে আরামবাগে রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। অবরোধের জেরে আটকে পড়লেন পরিবহণমন্ত্রী। দ্রুত জল সমস্যা সমাধান করে দেওয়া হবে, মন্ত্রীর আশ্বাস পেয়ে ওঠে অবরোধ।
মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। হুগলির (Hooghly) পারদ ৪০ ডিগ্রি পার করেছে। গরমের দাপটের মধ্যেই তীব্র জলকষ্ট। এলাকার প্রায় ৩০০ টি পরিবারের মাত্র একটি টিউওয়েল ভরসা। পানীয় জল নিয়ে দীর্ঘদিনের হাহাকার হুগলির হরিণখোলা ২ নং ব্লকের সুলতানপুর এলাকায়। সমস্যা সমাধানের দাবিতে ফাঁকা বালতি নিয়ে পথ অবরোধ করলেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে, গ্রামে জল সংযোগ পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু, রাস্তার কাজ হওয়ার সময় জলের পাইপ লাইন নষ্ট হয়ে যায়!তারপর থেকে আরও জলের সংকট বাড়তে থাকে। বারবার পঞ্চায়েত ও প্রশাসনিক দফতরে জানানোর পরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ!
তাই বাধ্য হয়ে সোমবার আরামবাগে রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। আর সেই অবরোধে আটকে পড়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর গাড়ি। তাঁর সামনেও ক্ষোভ উগরে দেন অবরোধকারীরা। পরে মন্ত্রী দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিলে অবরোধ উঠে। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে কি পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে হুগলির এই গ্রামে? অপেক্ষায় আছেন গ্রামবাসীরা।
কোচবিহারেও একই অভিযোগ: কিছুদিন আগে কোচবিহারেও এই একই অভিযোগ ওঠে। স্কুলের ২টি টিউবওয়েলের ১টি খারাপ, আরেকটির জল ব্যবহারের অযোগ্য। অভিযোগ, বিডিও অফিসে জানিয়েও সুরাহা হয়নি। প্রচণ্ড গরমে তীব্র জলকষ্টে কোচবিহারের তুফানগঞ্জের নয়নেশ্বরী স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুল। বিষষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।
টলিগঞ্জে পানীয় জলের সঙ্কট: টলিগঞ্জেও একই ছবি চোখে পড়েছে গরম পড়তেই। গরম পড়তেই পানীয় জলের সঙ্কট। তাও আবার খাস কলকাতার পুর এলাকায়! টালিগঞ্জের একাধিক জায়গায় মিলছে না পর্যাপ্ত পানীয় জল। অনেক সময় এত নোংরা জল আসছে, তা পানের অযোগ্য। এমনই অভিযোগে সরব হয়েছেন সুকান্ত পল্লি, অরবিন্দনগর, সমাজগড় এলাকার বাসিন্দারা। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।
জলের অভাবে মিডডে মিল রান্না বন্ধ বিদ্যালয়ে: পাইপে পানীয় জল আসছে না। জল দিতে নারাজ পাশের বাড়ির মালিক। ফলে জলের অভাবে ২ দিন ধরে মিডডে মিল রান্না বন্ধ দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে। বিপাকে পড়ুয়ারা। স্কুলে এসে ছেলেমেয়েদের জল ও খাবার দিয়ে যাচ্ছেন অভিভাবকরা। সমালোচনার সুর বিরোধীদের গলায়। ঘটনার কথা জানা ছিল না বলে দাবি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরপ্রশাসকমণ্ডলী।