সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া (হুগলি): প্রজাতন্ত্র দিবসের রাতে তারস্বরে ডিজে (DJ) বাজিয়ে পিকনিক (Picnic)। অতিষ্ঠ আশেপাশের লোকজন। সোশাল মিডিয়ায় এই বার্তা পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেল হুগলির উত্তরপাড়া (Hooghly-Uttarpara) থানার পুলিশ। ডিজে তো বন্ধ হলই, সেই সঙ্গে আটক করা হল কয়েকজনকে।
রাত দশটা বেজে গেলেও তারস্বরে ডিজে বাজিয়ে চলছিল নাচ। অতিষ্ঠ এলাকার বাসিন্দারা সোসাল মিডিয়ায় প্রতিবাদ করেন। ফেসবুকে লেখেন, হিন্দমোটর তেঁতুলতলায় সকাল থেকে চটুল হিন্দি গান আর প্রচণ্ড জোরে ডিজে বেজে চলেছে। ডিজের শব্দে বাড়ির বয়স্কদের কষ্ট হচ্ছে। অনেক সময় নাম প্রকাশ হবার ভয়ে পুলিশে জানাতে ভয় পান সাধারণ বাসিন্দারা। প্রজাতন্ত্র দিবসে অনেক পাড়াতেই পিকনিক হয়। কিন্তু উত্তরপাড়া পুরসভার ২৩ নং ওয়ার্ড হিন্দমোটর তেঁতুলতলায় রাত দশটা বেজে গেলেও ডিজের তাণ্ডবের কথা সোশাল মিডিয়া মারফৎ জানতে পারে উত্তরপাড়া থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ডিজে বন্ধ করে কয়েকজনকে আটক করে।
উল্লেখ্য, ডিজে বাজিয়ে গভীর রাত পর্যন্ত পিকনিক বা অন্য কোনও সময় ডিজে বাজানোর ঘটনা নিয়ে বেশ কয়েকবারই অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে। এর আগে পুলিশের আপত্তি সত্ত্বেও গত বছরের লক্ষ্মীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানোর এই ঘটনা নিয়ে হরিপালে ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ারও অভিযোগ ওঠে। বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছিলেন। এই ঘটনায় পুজো কমিটির কয়েকজন সদস্যকে আটক করা হয়েছিল।
পুলিশ-প্রশাসনের আপত্তি উপেক্ষা করে, এলাকায় বিসর্জনের শোভাযাত্রা বের করেছিল স্থানীয় এক পুজো কমিটি। রাস্তা আটকে চলে নাচ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। বারণ সত্ত্বেও কর্ণপাত করেননি উদ্যোক্তারা। এরপরই পুলিশ শোভাযাত্রা বাধা দিতে গেলে, সংঘর্ষ বাঁধে। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন।
কিন্তু এরপরও ডিজে বাজিয়ে আশেপাশের লোকজনদের অতিষ্ঠ করে তোলার ঘটনা সমানে চলছেই। এবার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিল পুলিশ।