সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া (হুগলি) : উত্তরপাড়ার একটি আবাসনে একের পর এক ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাড়িতে কারও না থাকার সুযোগে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। এনিয়ে তদন্ত শুরু করেছে উত্তপাড়া থানার পুলিশ। 


গতকাল রাতে উত্তরপাড়া স্টেশন সংলগ্ন একটি কমপ্লেক্সে পর পর সাতটি ফ্ল্যাটে চুরি হয়। গ্রিল কেটে ও তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকে দুষ্কৃতীরা। আলমারি, লকার ভেঙে লুঠপাট করে নিয়ে যায় তারা। 


আজ সকালে আবাসনের বাসিন্দারা বিষয়টি টের পান। খবর দেওয়া হয় পুলিশে। যে সাতটি ফ্ল্যাটে চুরি হয়েছে, সেখানে কেউ ছিলেন না। কেউ চিকিৎসা করাতে তো কেউ দেশের বাড়ি গেছেন। গতকাল আবাসনে একটি বিয়ের অনুষ্ঠানও ছিল। সেই সুযোগে ফ্ল্যাটে ঢুকে দুষ্কৃতীরা লুঠপাট চালায় বলে অনুমান পুলিশের।


বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে আবাসন চত্বরে বহিরাগতদের আনাগোনা চোখে পড়ছিল। এত বড় আবাসন যেখানে প্রায় ছশো ফ্ল্যাট রয়েছে, সেখানে কোনও সি সি টিভি ক্যামেরা নেই। আবাসনের বাসিন্দা অনিন্দিতা বসু বলেন, চারজন নিরাপত্তারক্ষী আছেন। তাঁরা কী করছিলেন সেটা দেখতে হবে। ফ্ল্যাট যে ফাঁকা আছে সেই খবর ছিল দুষ্কৃতীদের কাছে। তাই এই ঘটনা ঘটেছে। 


এক বাসিন্দা জানান, ভোর সাড়ে তিনটে নাগাদ জল খেতে উঠে পাশের ফ্ল্যাটের সামনে দু'জনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাদের হাতে লোহার রড ছিল। 


ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসনের বাসিন্দারা। এদিকে পুলিশ আবাসনে চুরির ঘটনা খতিয়ে দেখতে বাসিন্দাদের সঙ্গে কথা বলে।


প্রসঙ্গত, সম্প্রতি পুজোর ছুটিতে ফাঁকা বাড়িতে বর্ধমানে ১৫টি চুরির অভিযোগ জমা পড়ে। কাটোয়ায় তিনটি, কালনা ও মেমারিতে দুটি চুরির অভিযোগ সামনে আসে। দুষ্কৃতীদের এই দৌরাত্ম্য ঠেকাতে, অভিনব পন্থা নেওয়ার পরিকল্পনা করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ফাঁকা বাড়িতে চুরি রুখতে বিশেষ অ্যাপ আনার কথা জানায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ (Purba Burdwan District Police)। ক’দিনের জন্য বাইরে যাচ্ছেন তা অ্যাপে জানিয়ে রাখলে, আপনার বাড়ির উপর নজরদারি চালাবে পুলিশ।