সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পুজোর আগে বাড়ি ফেরার কথা ছিল, কোথায় কী? মাঝে মধ্যেই বিস্ফোরণের শব্দ, সাইরেনের শব্দ-- এসবের মধ্যে দুর্গাপুজো, ধনিয়াখালির বাড়ি, পরিবার কেমন যেন কল্পনার জগৎ বলে মনে হচ্ছে তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানের গবেষক সৌরভ কুমারের (Hooghly Researcher Stuck In Israel)। গত দেড় বছর ধরে তিনি ইজরায়েলে রয়েছেন। এরকম কখনও দেখেননি। কিন্তু গত কয়েকদিনে (Israel Palestine War) ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে। এদিকে এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট বন্ধ। কী ভাবে কী করবেন জানেন না হুগলির (Hooghly News) ধনিয়াখালীর ভান্ডারহাটির বাসিন্দা সৌরভ।


কী ছবি...
গত দেড় বছর ধরে অ্যালজাইমার রোগের উপর গবেষণা করছেন তিনি। দেশে, নির্দিষ্ট করে বললে উত্তরপাড়ায় তাঁর পরিবার রয়েছে। স্বাভাবিক ভাবেই সৌরভের পরিবারের প্রত্যেকে ভয়ঙ্কর উদ্বিগ্ন এই মুহূর্তে। স্ত্রী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া প্যারীমোহন কলেজের শারীরবিজ্ঞানের অধ্যাপক। তাঁদের সাত মাসের একটি মেয়েও রয়েছে, নাম অর্না। ফোনে স্বামীর সঙ্গে কথা হচ্ছে ঠিকই, কিন্তু দুশ্চিন্তা কাটছে না অনিন্দিতার। জানালেন, ১৬ অক্টোবর বিমানের টিকিট কাটা ছিল সৌরভের। কিন্তু যুদ্ধের জন্য এয়ার ইন্ডিয়ার সমস্ত উড়ান আপাতত বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এবার ফিরবেন কী ভাবে সৌরভ? ইজরাইলে আটকে পড়া বাকি ভারতীয়দের মতোই উদ্বেগে তিনি, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।
অনিন্দিতার বক্তব্য, সৌরভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে বেরোতেই পারছেন না। সাইরেন বাজলে শেল্টার হোমে ঢুকে পড়তে হচ্ছে। পানীয় জল এবং খাবার পেতে এখনও কোনও সমস্যা হয়নি। তবে দীর্ঘ দিন এই অবস্থায় থাকতে হলে কী হবে, সে নিয়ে এর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মাঝে মাঝেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। হামাস জঙ্গিদের যেখানে সেখানে ঢুকে পরে হামলার খবরও আসছে। ক্ষেপনাস্ত্র থেকে বোমা, সব কিছু ধেয়ে আসছে। মাঝে মধ্যে সেই শব্দও কানে আসছে সৌরভের। অনিন্দিতা নিজেও কয়েক মাস আগে ইজরায়েলে। জানালেন, সেখানে বাঙালি-সহ বহু ভারতীয় পরিবার রয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা কী ভাবে দেশে ফিরবেন জানা নেই। একই সুর সৌরভের শ্বাশুড়ি শুভ্রা বন্দ্যোপাধ্যায়ের কথায়। বললেন, 'খুবই দুশ্চিন্তায় আছি। পুজোর আগে জামাইয়ের বাড়ি ফেরার কথা ছিল। এখন এই পরিস্থিতিতে কী হবে জানিনা।' সৌরভের প্রিয়জনদের ভারত সরকারের কাছে আর্জি একটাই, ইজরায়েলে আটকে পড়া এমন ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।


আরও পড়ুন:যুদ্ধের মাঝে ইজরায়েলে আটকে গবেষক ছেলে-বৌমা, চিন্তায় উত্তরপাড়ার হাজরা পরিবার