কলকাতা: দেবীপক্ষে শহরে খুন গৃহবধূ (House Wife Murder)। খুনের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক স্বামী। খুনের পর, বাড়িতেই দেহ পোড়ানোর অভিযোগ ওঠে। পুলিশের দাবি, প্রথমে জানানো হয়, বাড়িতে আগুন লেগেছে। ঘটনাস্থলে গেলে জানানো হয়, গৃহবধূ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত তথ্য সামনে আসে। জানা যায়, ভারী বস্তু দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে খুন করার পর, দেহে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃতীয়ার সন্ধেয় ঘটনাটি ঘটে বউবাজারের (Bowbazar) যদুনাথ দে রোডে।
গতকালও একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছিল। জানা যায়, অসুস্থতার ভান করে জল খেতে বাড়িতে ঢুকে মহিলাকে খুন! পালাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়লেন অভিযুক্ত পনির বিক্রেতা। মহিলার পরিচিত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাসিন্দাদের মারধরের জেরে অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঠিক কী কারণে এই খুন, তা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।
পাশাপাশি কিছুদিন আগে উত্তর কলকাতার হেদুয়ায় মহিলাকে খুন করে এক ব্যক্তি। এই ঘটনায় কালিম্পং থেকে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযুক্ত জানিয়েছেন, মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সম্প্রতি মহিলা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাওয়ায় খুন। হেদুয়াকাণ্ডের পর, শিলিগুড়িতে, প্রাক্তন স্ত্রী ও দুই শিশুকেও খুনের ছক ছিল বলে পুলিশ সূত্রে খবর। হেদুয়ায় নিহত মহিলার উপর আততায়ীর যে প্রবল আক্রোশ ছিল তা প্রাথমিক তদন্তে কার্যত নিশ্চিত হয় তদন্তকারীরা। নিহত মহিলার নাবালক পুত্রর বয়ান অনুযায়ী আঁকানো হয় আততায়ীর স্কেচ। তার পরই গ্রেফতার করা হয় তাকে।
শুধু তাই নয়, এদিন খড়্গপুর আইআইটিতে ফের আরও এক ছাত্রের রহস্যমৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। লাল বাহাদুর শাস্ত্রী হল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল আর এক ভিন রাজ্যের পড়ুয়াকে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। ঘটনায় রুজু করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। কর্তৃপক্ষের দাবি, আত্মঘাতী হয়েছেন তিনি। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।