সুনীত হালদার, হাওড়া: রাস্তায় প্রতিবাদী ২ চিকিত্সককে বেধড়ক মারধরের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। বর্ষবরণের রাতে ওই ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। চিকিত্সকের দাবি, যুবকরা রাস্তা আটকে হুল্লোড় করার সময় তিনি সরে যেতে বলেন। অভিযোগ, তারপরই যুবকরা চড়াও হয়। পয়লা জানুয়ারি উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।
ঠিক কী ঘটেছে?
বর্ষবরণের রাতে রাস্তায় হুল্লোড় করতে দেখা যায় একদল যুবককে। গাড়ি নিয়ে যাওয়ার পথে আটকে পড়েন এক চিকিত্সক। অভিযোগ, যুবকদের রাস্তা ছাড়তে বলায় তারা চিকিত্সককে মারধর করে। আক্রান্ত চিকিত্সকের ফোন পেয়ে বাঁচাতে আসেন তাঁর এক চিকিত্সক বন্ধু। তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ২ দিন পেরিয়ে গেলেও অধরা অভিযুক্তরা। ৩১ ডিসেম্বর রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায় বাজার পাড়া স্টেশন রোড এলাকায়।
পুলিশ সূত্রে খবর, হাওড়া জেলা হাসপাতালের চিকিত্সক কামাক্ষ্যাপ্রসাদ দলুই ও তাঁর বন্ধু চিকিত্সক রাকিব হাসান মোল্লাকে মারধর করা হয়। মারধরে এক চিকিৎসকের হাত ভেঙেছে! আরেকজনের আঙুল। পয়লা জানুয়ারি উলুবেড়িয়া থানায় দায়ের হয় অভিযোগ। ঘটনার পর ২ দিন কেটে গেলেও এখনও অভিযুক্তরা ধরা পড়েনি। পুলিশ সূত্রে দাবি, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। অভিযুক্তদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে স্থানীয় স্তরেও।
অন্যদিকে, উলুবেড়িয়ার সঞ্জীবন সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সায় তৈরি হচ্ছে ১৫০টি আইসিইউ বেড। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনা হচ্ছে অন্যান্য চিকিত্সা সরঞ্জামও।
ফের ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা। এই পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিত্সার জন্য বাড়তি ব্যবস্থা নিচ্ছে উলুবেড়িয়ার সঞ্জীবন সুপার স্পেশালিটি হাসপাতাল। পরিস্থিতি মোকাবিলায় ICU-তে ১৫০টি বেড বাড়াচ্ছে তারা। সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর শুভাশিস মিত্র বলেন, আমরা তৈরি। ১৫০ ICU প্রস্তুত করছি। কোনও রোগী যাতে ফিরে না যান, তার জন্য যতটা সম্ভব পরিষেবা দিতে আমরা প্রস্তুত।" অত্যন্ত দ্রুত যাতে RT-PCR রিপোর্ট পাওয়া যায়, তার ব্যবস্থাও করেছে সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ।