হাওড়া: ফের অসচেতনতার বলি এক মহিলা। কানে হেডফোন দিয়ে রাস্তা পারাপারের সময়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১ অজ্ঞাত পরিচয় মহিলার। ঘটনাটি ঘটেছে হাওড়ার ফুলেশ্বরে। গতকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে এক মহলা কানে হেডফোন দিয়ে সাইকেল চালিয়ে রেললাইন পেরোচ্ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান  ঠিক সেই সময়েই আপ লাইনে একটি মালগাড়ি চলে আসে। কানে হেডফোন থাকায় বুঝতে পারেননি মহিলা। মাল গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 


পুলিশ সূত্রে খবর, এখনও মহিলার কোণও পরিচয় জানা যায়নি। উলুবেরিয়া জিআরপি থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি মৃতের পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে। তবে অসেচনতার অভাবে বারবার মৃত্যুতে প্রশ্ন উঠছে। এত প্রচার সত্ত্বেও কেন টকন নড়ছে না সাধারণ মানুষের? তা নিয়েও উঠছে প্রশ্ন। 


গত ২০ ডিসেম্বরেই প্রকাশ্যে এসেছিল আরও এক মর্মান্তিক খবর। মুর্শিদাবাদের (Murshidabad) আহিরন ব্রিজে মালগাড়ির ধাক্কায় ৩ পড়ুয়ার মৃত্যু হয় (Student Death)। রেলব্রিজের উপর রিল বানাতে গিয়ে মালগাড়ির ধাক্কা লাগে, বলে দাবি করেন স্থানীয়দের। ঘটনায় মৃত্যু হয়েছে নবম শ্রেণির ৩ পড়ুয়ার। আহত আরও ২ জন। মৃতদের নাম আমাউল শেখ, সামিউল শেখ ও রিয়াজ শেখ। মূলত বুধবার দুপুরে সুতির আহিরণ ব্রিজের উপর ভিডিও রিল বানাতে গিয়ে ঘটে বিপত্তি (Murshidabad Accident)। জানা গিয়েছে, সুতির সাহা পাড়ার বাসিন্দা ৫ বন্ধু এদিন আহিরন ব্রিজে ঘুরতে এসেছিল। ব্রিজের উপর রেল লাইনে ভিডিও রিল করার সময় আচমকাই লাইনে সামনে চলে আসে মালগাড়ি। কোনও কিছু বুঝে ওঠার আগেই মালগাড়িতে ধাক্কা লাগে তাঁদের।


নদিয়াতও দেখা গিয়েছিল একইরকম অসেচনতার ছবিরেললাইনে বসে মোবাইল ফোনে ভিডিয়ো গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। নদিয়ার নাকাশিপাড়ার লোহাগাছা রেলগেটের কাছে গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটে। মৃত ১৯ বছরের সাবির শেখ ও ২১ বছরের সোহন মণ্ডল একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে খবর, গতকাল রেললাইনে বসে ইয়ারফোন গুঁজে মোবাইল ফোনে ভিডিয়ো গেম খেলতে মত্ত ছিল দুই বন্ধু। কলকাতা থেকে লালগোলাগামী আপ ধনধান্য এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। শোকে পাথর দুই পরিবার।