বাগনান: 'হিন্দিভাষী নেতাদের এনে সভা করলে স্থানীয় নেতাদের বাড়ি ভেঙে দেব', বিজেপি নেতাদের হুমকি বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের। তিনি আরও বলেন, 'আমি মারের বদলা মারে বিশ্বাসী, এখানকার বিজেপির নেতাদের বলছি। বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশায় বাংলা বলার জন্য বাঙালিদের মারা হচ্ছে। বিহার-উত্তরপ্রদেশের নেতারা বাংলায় এসে ষড়যন্ত্র করবে। যেদিন সভা করবেন, পরের দিন আমি দাঁড়িয়ে থেকে ঘর ভেঙে দেব। ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্য়ায় নিষেধ করলেও শুনব না।' হুঙ্কার বাগনানের বিধায়ক ও হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি অরুণাভ সেনের। পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে,  'আমরাও প্রস্তুত আছি'। 

Continues below advertisement

আইপ্যাকে ইডি হানা ইস্যুতে তরজা তুঙ্গে

Continues below advertisement

প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের দফতর ঘিরে চাপানউতোর চরমে পৌঁছে গিয়েছে। তৃণমূলের রণকৌশল, প্রার্থিতালিকা এবং SIR সংক্রান্ত কাজের নথি ED-কে দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তৃণমূলনেত্রী মতা বন্দ্যোপাধ্যায়। পাল্টি ইডি দাবি করে, কয়লাকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে গিয়েছেন মমতা। সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে এই ঘটনায়।

সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের ছবি প্রকাশ করেছেন কুণাল। দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের ওই ছবি পোস্ট করেন কুণাল, যাতে লেখা রয়েছে, 'আমাদের সূত্র অনুযায়ী—সহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার ১৩ জন ইডি অফিসার আগামীকাল সকালে 6E 5014 এবং SG 263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। এছাড়াও একজন সাইবার বিশেষজ্ঞ, শ্রী গুলশন রাই, আজ রাতেই যাত্রা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব শ্রী সাকেত কুমারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক নির্ধারিত রয়েছে'।

ওই চ্যাটের ছবি পোস্ট করে কুণাল লেখেন, 'আইপ্যাক অফিসে তল্লাশির নামে বৃহত্তর চিত্রনাট্যের নেপথ্যকাহিনী? সূত্র মারফপাওয়া দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের এই মেসেজ সত্য হলে চক্রান্তের পুরোপুরি তদন্ত দরকার। আশা করি পুলিশের তদন্তকারীরা দেখবেনইডি-র গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত? প্রশ্নটা উঠছে। খতিয়ে দেখা দরকার। সত্য হলে মারাত্মক'।

শুভেন্দুর মিছিল

মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলে নেমেছিলেন শুক্রবার। এবার রবিবার মুখ্য়মন্ত্রীর মতই পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলের পর শুভেন্দু বলেন, 'ছাব্বিশের নির্বাচন, চোরেদের বিসর্জন। SIR-এ এখন ব্রেক ফাস্ট হয়েছে, এরপর ডিনার। চূড়ান্ত তালিকা বেরোলে তৃণমূল বলবে ভোট লড়বে না। বিজেপি ক্ষমতায় এলে রাষ্ট্রবাদী সরকার। আমরা ক্ষমতায় এলে চোরেদের জেলে পাঠাব' আইপ্যাকে ইডির তল্লাশির মধ্যেই ফাইল ছিনতাইয়ের অভিযোগে মিছিল। আইপ্যাককাণ্ডের সঙ্গেই চন্দ্রকোণা রোডে কনভয়ে হামলার অভিযোগে মিছিল।