সোমনাথ মিত্র, হুগলি: আপ হাওড়া-ভোপাল এক্সপ্রেসের (Howrah Bhopal Express) বগির নিচ থেকে ধোঁয়া। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ধনিয়াখালি হল্ট স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেনটি ( Dhaniakhali Halt Station)। গাড়ির চালক-সহ রেল কর্মীরা এসে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১০ মিনিট ট্রেনটি ধনিয়াখালি হল্ট স্টেশনে দাঁড়িয়ে থাকার পর পুনরায় ছেড়ে বর্ধমানের (Burdwan) দিকে রওনা দেয়।


ট্রেনের  যাত্রীরা জানান, 'জানালার ধারে বসে ছিলাম। আচমকাই দেখি বগির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপর ট্রেন দাঁড়িয়ে যায়।' পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,'ব্রেক ব্রাইডিং থেকে সামান্য ধোঁয়া বের হচ্ছিল। অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে বিষয়টা সমাধান হয়ে গেছে।' প্রসঙ্গত, এক্সপ্রেস ট্রেনই হোক কিংবা লোকাল ট্রেন, প্রত্যেক ক্ষেত্রেই এমন ঘটনা আগেও প্রকাশ্যে এসেছে। তবে যেকোনও যাত্রীবাহী ট্রেনেই আচমকা ধোঁয়া বের হতে দেখা গেলে, সবার প্রথমে কী করতে হবে অনেকেই বোঝেন না। আতঙ্কে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এক্ষেত্রে যদি রেল কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পারে, তাহলে তাদের তরফে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে কোনওভাবেই যেনও গুজব না ছড়ায়।


এহেন অবস্থায় ট্রেন দাঁড়িয়ে গেলে কিছুটা স্বস্তি। কিন্তু যদি ট্রেন চালু থাকে, দাঁড়ানোর কোনো উপায় নেই, সেক্ষেত্রে একটা আতঙ্ক তৈরি হয়। এর আগে তেইশ সালে ভাইফোঁটার সময় হাওড়াগামী ট্রেনে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে সেবার আগুন আতঙ্ক ছড়িয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তবে ভারতীয় রেলে একাধিক অঘটনের উদাহরণ রয়েছে। ট্রেনের সামনে মরণঝাঁপ থেকে শুরু করে গায়ে আগুন দেওয়ার মতোও অজস্র মর্মান্তিক ঘটনার উদাহরণ রয়েছে।


আরও পড়ুন, বাঁকা হাতের আঙুল, মুখও গিয়েছে বেঁকে, মনের জোরকে সঙ্গী করে বাঁ পায়ে মাধ্যমিক দিচ্ছে খেরওয়াল


অপরদিকে, এই ভারতীয় রেলের প্রথম সারির কামরাতেই একবার এক ব্যতিক্রমী অভিযোগ প্রকাশ্যে এসেছিল। এক যাত্রীর গা পাশে ট্রেনের ছাদ বেয়ে নামছিল অবিরত ধারা। স্বাভাবিকভাবেই ওই ঘটনা ভোগান্তি তৈরি করেছিল। এবং সেটি মুহূর্তেই ভিডিও করে সোশ্যালে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি, খাবার নিয়েও একাধিকবার উঠেছে অভিযোগ। তবে দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, এক্ষেত্রে আচমকা ধোঁয়া কেন তৈরি হয়েছিল, তা জানতে ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে ভারতীয় রেল।