সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) বেলিলিয়াস লেনে ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি দুই বন্ধুর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ (Howrah Police Station)। 


শোনা যায়নি কোনও চিৎকার-চেঁচামেচি! ঘরের মধ্যে নেই কোনও ধস্তাধস্তির চিহ্নও! এ দিকে রক্তে ভেসে যাচ্ছে ঘর। আর বিছানার ওপর পড়ে রয়েছে নিথর দেহ। বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তিকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বেলিলিয়াস লেনে।


নিহত বাবলু সিংহ ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা! স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,বছর পাঁচেক ধরে দুই বন্ধুর সঙ্গে বেলিলিয়াস লেনের এই বাড়িতে ভাড়া থাকতেন পেশায় রাজমিস্ত্রি এই ব্যক্তি। রবিবার সকালে ঘরের ভিতর বাবলুর রক্তাক্ত দেহ দেখতে পান বাড়ির মালিক। এ দিকে ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না বাবলুর দুই বন্ধুর।


বাড়ির মালিক কাঞ্চন দাস বলছেন, সকালে দরজা খুলে ভিতরে গিয়ে দেখি পড়ে রয়েছে। কী কারণে খুন বলতে পারব না। কদিন আগে দেশে গিয়েছিলেন, ৩-৪ দিন আগে ফিরেছে।


পুলিশ সূত্রে খবর, মৃতের দেহে একাধিক ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে মৃতের মাথায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে বাবলু সিংহের মাথায় আঘাত করা হয়।


নিহতের বন্ধু বীরেন্দ্র সিংহের কথায়, ও আমার বন্ধু। খবর পেয়ে এসেছি। বাড়িতে ভাইকে খবর দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কোথায় গেলেন নিহতের দুই বন্ধু? খুনের নেপথ্যে কি তাঁদের কোনও ভূমিকা রয়েছে? 


এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া থানা। পুলিশ সূত্রে খবর, জানতে খতিয়ে দেখা হচ্ছে বাড়ির আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ।