সুনীত হালদার, হাওড়া: বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ (Dengue)। এবার হাওড়ায় (Howrah) পুর এলাকায় ডেঙ্গিতে মৃত্যু (death) হল এক যুবকের। ২২ বছর বয়সী ওই যুবকের নাম মিলন রিত।


ডেঙ্গির প্রকোপে হাওড়ায় মৃত ১


ডেঙ্গির প্রকোপ এবার হাওড়ার পুর এলাকায়। হাওড়া পুরসভার ৪৯ নং ওয়ার্ডের ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকার মিলন রিত নামে এক যুবকের প্রাণ গেল ডেঙ্গি আক্রান্ত হয়ে। ওই যুবকের শরীরে গত ১৪ অগাস্ট জ্বরের উপসর্গ দেখা দেয়। জ্বর নিয়ে তিনি ভর্তি হন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। গত ১৫ অগাস্ট, অর্থাৎ সোমবার তাঁর মৃত্যু হয়।


এই বছরে ডেঙ্গির প্রকোপ বাড়ার পর হাওড়া পুর এলাকায় এই প্রথম ডেঙ্গিতে আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী গত তিন সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করেছেন।


এখনও করোনা আতঙ্ক পুরোপুরি কাটেনি। তার মধ্যেই ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। ২ সপ্তাহের ডেঙ্গি সংক্রমণের তথ্য বাড়াচ্ছে উদ্বেগ। জেলাগুলিকে সতর্ক করল নবান্ন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব।  


আরও পড়ুন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা প্রশ্ন শান্তনুর, CID-CBI এতদিন কী করছিল, পাল্টা সুজন


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৪ থেকে ১১ অগাস্টের মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। গত ১১ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে ৫৩৫ জনের। জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৪। ডেঙ্গি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর, পুর ও নগরোন্নয়ন দফতর দফায় দফায় বৈঠক করছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৬, ৬৯, ৮২, ৮৩ ও ১১২ নম্বর ওয়ার্ড সহ ১, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর বরোয় ডেঙ্গির প্রকোপ বাড়ছে। ওই সব এলাকায় দেওয়া হচ্ছে বাড়তি নজর। কলকাতা পুর এলাকায় জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৩৫২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। মেয়রের ৮২ নম্বর ওয়ার্ডও ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে। 


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়িতে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত। হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত ১০৭ জন। উত্তর ২৪ পরগনায় ৮৭। কলকাতায় ৭৪। হুগলিতে ৭০ এবং জলপাইগুড়িতে ৩৩ জন। 


এই সপ্তাহে ১২ হাজার ৩৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ৪.৩২ শতাংশ ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে। ডেঙ্গির প্রকোপ বেড়ে চলায় বৃহস্পতিবার বিজেপির এক শ্রমিক সংগঠনের তরফে পুরভবনের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখানো হয়। প্রশাসনের তরফে প্রতিদিন পুরসভা ও ব্লক অঞ্চল গুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।