সোমনাথ মিত্র, হুগলি: হাওড়া বর্ধমান কর্ড লাইনে ফাটল। হঠাৎ বিকট শব্দ শোনা যায় এদিন। ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন। হতাহতের কোনও খবর নেই। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস।
রেল সূত্রে খবর, বেলমুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনে ফাটল দেখা যায়। ১২৫০৯ আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস হাওড়া বর্ধমান কর্ড লাইন দিয়ে যাওয়ার সময় বেলমুড়ি রেলগেট সংলগ্ন এলাকায় একটি বিকট শব্দ হয়। তারপরেই ট্রেনটি ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। গেট ম্যান গিয়ে দেখেন লাইনে ফাটল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে স্টেশনে খবর দেন। কিছুক্ষনের মধ্যেই রেলকর্মীরা এসে ফাটল মেরামতি কাজ শুরু করে। এক ঘণ্টা পর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয়। বেলমুড়ি এলাকার গেটম্যান অনিল দাস বলেন, "একটা জোরে আওয়াজ হয়। তারপর ট্রেনটা থেমে যায়। গিয়ে দেখি রেললাইন কেটে গেছে। সঙ্গে সঙ্গে স্টেশনে জানালাম।'' ট্রেনের এক যাত্রী রাজশেখর জানান, "গাড়িটা জোরে যাচ্ছিল। হঠাৎ একটা জোরে ঝাঁকুনি হয়। তারপর ট্রেনটা দাঁড়িয়ে যায়। নিচে নেমে দেখি এই ঘটনা। তারপর রেলের লোকজন আসে।'' রেল সূত্রে জানা গেছে, "আবহাওয়ার পরিবর্তনের জন্য বেলমুড়িতে আপ লাইনে একটি ফাটল দেখা দেয়। স্থানীয় গেটের কর্মী ওটা দেখতে পায়। তারপরেই সেটা সারিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।''
গত মাসে দক্ষিণ-পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেসে রেলের পার্সেল ভ্যানের ধাক্কা মারে। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। পার্সেল ভ্যানেরও একটি বগি লাইনচ্যুত হয়। এর জেরে সাঁতরাগাছি-শালিমার লাইনে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। নন-ইন্টারলকিং সিগন্যাল পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। আপ ইস্ট কোস্ট এক্সপ্রেস ও আপ তিরুপতি-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেসের সময় সূচি বদল করা হয়। ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। সাঁতরাগাছি থেকে শালিমারে রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল রেলের পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় দুটি ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি। দুটি ট্রেনই ধীর গতিতে চলায়, যাত্রী না থাকায়, বড়সড় দুর্ঘটনা হয়নি।