সুনীত হালদার, ভাস্কর ঘোষ, হাওড়া : একই জেলার দুই ছবি। একদিকে হাট বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ করে প্রতিবাদ। আরেকদিকে কোভিডবিধিকে (Corona Rule Violation ) বুড়ো আঙুল দেখিয়ে বাজারে ভিড়।
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (Corona Infection)। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে কলকাতা, উত্তর ২৪ পরগনার পর তৃতীয় স্থানে হাওড়া। এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক করে মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাওড়া জেলা প্রশাসন। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কোনা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন ব্যবসায়ীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। বিক্ষোভকারীদের অনেককরই মুখে মাস্ক ছিল না।
পাশাপাশি, ডোমজুড়ের অঙ্কুরহাটি হাটের ছবিটাও রীতিমতো আশঙ্কার। শুক্রবার সেখানে ছিল থিকথিকে ভিড়। ক্রেতা-বিক্রেতাদের অনেকেরই মুখে মাস্ক দেখা যায়নি। অনেকেই ঘুরে বেড়িয়েছেন মাস্ক থুতনির নীচে নামিয়ে। ধরা পড়লেই খাড়া করেছেন অজুহাত।
আরও পড়ুন :
বেলাগাম করোনা, বেপরোয়া মানুষ ! কলকাতা থেকে জেলা, মাস্কহীন মুখের সারি
সংক্রমণের আশঙ্কায় এই হাটও (Mangala Hat) বন্ধ করার চিন্তাভাবনা চলছে। অন্যদিকে, বেলাগাম সংক্রমণের জেরে বালিতে বন্ধ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। স্থানীয় সূত্রে খবর, কানাড়া ব্যাঙ্কের বালি শাখার সব কর্মীই করোনা আক্রান্ত। তার প্রভাব পড়েছে পরিষেবায়। ভোগান্তির শিকার গ্রাহকরা।
' ডাবল ডোজ নিয়েও তো করোনা রোখা যাচ্ছে না ' , দাবি ক্রেতা শেখ রহিমের। মাস্ক ছাড়াই সারাদিন বাজারে ঘুরছেন জুম্মান আলি মোল্লা। যুক্তি, সারাদিন পরেছিলাম...কোথায় খুলেছি...খুঁজে পাচ্ছি না।
হাওড়ার উদয়নারায়ণপুরেও করোনার বাড়বাড়ন্ত। সচেতনতা বাড়াতে শুক্রবার পুলিশ ও বিডিও-কে নিয়ে প্রচার করেন তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। অন্যদিকে , কর্মীরা করোনা আক্রান্ত। হাওড়ার বালিতে বন্ধ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গতকাল থেকেই কানাড়া ব্যাঙ্কের বালি বাজার শাখায় গ্রাহক পরিষেবা ব্যাহত। সদর দফতরে বিষয়টি জানিয়ে অন্য শাখা থেকে কর্মী এনে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকে বাড়ছে করোনা সংক্রমণ। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এদিন বিডিও ও পুলিশকে নিয়ে প্রচার করেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। সংক্রমণ ঠেকাতে ব্লকজুড়ে সপ্তাহে ২ দিন করে বন্ধ থাকবে দোকানবাজার। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়।