সুনীত হালদার, হাওড়া: অপহরণের (Kidnap) ১২ ঘণ্টার মধ্যে বাগুইআটি থেকে উদ্ধার ডোমজুড়ের (Domjur) ইঞ্জিনিয়ার। একাধিক জায়গায় অভিযান চালিয়ে ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানা (Domjur Police Station)।
টানটান চিত্রনাট্য: এ যেন রোমহর্ষক কোনও ফিল্মের টানটান চিত্রনাট্য! ইঞ্জিনিয়ারকে (Engineer) অপহরণের পর মুক্তিপণ চেয়ে হুমকি ফোন! টাকা দিতে গিয়ে এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দিল পরিবার!অপহরণের ১২ ঘণ্টার মধ্যে ইঞ্জিনিয়ারকে উদ্ধার করল পুলিশ। ঘটনা ঘিরে হাওড়ার ডোমজুড় থানা এলাকায় (Domjur Police Station) চাঞ্চল্য ।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে অফিস যাওয়ার পথে ডোমজুড়ের বাসিন্দা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ভাস্কর মাঝিকে অপহরণ করে কয়েকজন দুষ্কৃতী। পরিবারের দাবি,
অপহরণের পরই ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে দুষ্কৃতীরা। একসঙ্গে অত টাকা জোগাড় করতে না পারবে না বলে জানায় পরিবার। টাকার পরিবর্তে জমির দলিল নিয়ে কোনা মোড়ের কাছে যেতে বলে অপহরণকারীরা।
পরিবারের বয়ান: অপহৃতের কাকা পলাশ মাঝির কথায়, গতকাল সকালে সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বের হয়। দুপুরবেলা জানা যায় ওকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ফোনে জানায় ২ লাখ টাকা না দিলে ছাড়া হবে না। অপহরণকারীরা স্ত্রীর কাছে অ্যাকাউন্ট নম্বর পাঠায়। ওর স্ত্রী প্রথমে ১০ হাজার টাকা পাঠায়। দাবি মতো নগদ টাকা না দিতে পেরে ওই ইঞ্জিনিয়ারের পরিবারের লোকজন জমির দলিল দেবেন বলে ঠিক করেন। দলিল দিতে গিয়ে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে বাড়ির লোক।
পরিবারের দাবি, মুক্তিপণ নিতে এলে এক দুষ্কৃতীকে জাপটে ধরে পুলিশের হাতে তুলে দেয় তাঁরা। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর বাগুইআটি থেকে অপহৃতকে উদ্ধার করে ডোমজুড় থানা।
পুলিশ সূত্রে খবর, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া জেলা আদালত।
আরও পড়ুন: Murshidabad: ফারাক্কা সেতুতে ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ, গাড়ির ভিতর আটকে পড়েন এক চালক