সুনীত হালদার, হাওড়া: যত দিন এগোচ্ছে সামনে আসছে শ্বেতার বিভিন্ন কুকীর্তির অভিযোগ উঠে আসছে। নাম নিয়েও দেখা গেল প্রচুর গোলমাল। জানা গিয়েছে ভোটার কার্ডে শ্বেতা খানের নাম রয়েছে মোহসিনা বেগম নামে। পাড়ার লোক অবশ্য তাঁকে চেনে ফুলটুসি বলে। অপরাধীদের সঙ্গেও ছিল ওঠাবসা ছিল তাঁর, এমনই অভিযোগ। শ্বশুরবাড়ির সম্পত্তি দখলে ভাড়া করা গুন্ডা দিয়ে তার উপস্থিতিতে গুলি চালানোর অভিযোগও আছে। ২০১৫ সালের ঘটনা, সেই সময় আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয়েছিলেন শ্বেতা, এমনই অভিযোগ উঠছে।
ডোমজুড়ে যুবতীর নির্যাতনের ঘটনায় দুজনকে আটক করল হাওড়া সিটি পুলিস। এই ঘটনায় মূল অভিযুক্ত ফুলটুসির দুই ভাই আনারুল দেওয়ান এবং মানারুল দেওয়ানকে ডোমজুড় থানা পুলিশ বাঁকড়া থেকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। যদিও এখনো পর্যন্ত মা ফুলটুসি এবং ছেলে আরিয়ান খানের কোন সন্ধান পাওয়া যায়নি।
ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির টোপ দিয়ে বাড়িতে ডেকে তরুণীকে অত্যাচারের অভিযোগে, এখনও অধরা শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান। ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে সফট পর্ন তৈরির র্যাকেট থেকে মধুচক্র চালানো, সব রকম অভিযোগই উঠেছে তাঁর বিরুদ্ধে। জীবনযাত্রার মতো শ্বেতা খানের নাম নিয়ে রয়েছে বিতর্ক। শুধু বাড়ি নিয়ে গণ্ডগোলই নয় শ্বেতার একাধিক কাণ্ড কারখানার জন্য তার উপর যথেষ্ট বিরক্ত ছিলেন স্থানীয় বাসিন্দারা।
তরুণীকে নির্যাতনের অভিযোগ সামনে আসার পর থেকে এই শ্বেতাকেই আর এলাকায় ঢুকতে দিতে রাজি নন বাঁকড়া এলাকার মানুষজন। বাসিন্দাদের তরফে বলা হয়েছে, ও (শ্বেতা) পাড়ায় নোংরামো করছে ওইজন্য ঢুকতে দেব না। ওইজন্য আমরা সবাই সই করাচ্ছি। ও যখনই এখানে আসবে, ও বা ওর ছেলে, ঢুকতে দেব না। এমনকী এই দাবি নিয়ে এলাকায় ক্যাম্প করে সই সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ডোমজুড় থানায় জমা দেওয়া হবে স্মারকলিপি।
অন্যদিকে মঙ্গলবার সকালে শ্বেতার ফ্ল্যাটে যায় ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া ফাঁড়ির পুলিশ। ফ্ল্যাটের পিছনে মহিলাদের কাটা চুল পড়ে থাকতে দেখেন তদন্তকারীরা। চুলের নমুনা সংগ্রহ করা হয়। শ্বেতা খানের বিরুদ্ধে মারধরের পাশাপাশি চুল কেটে নেওয়ার অভিযোগ করেন সোদপুরের নির্যাতিতা। এই চুল তাঁর কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে।
পাশপাশি তরুণীকে নির্যাতনের অভিযোগে শ্বেতার দুই ভাই আনারুল দেওয়ান এবং মানারুল দেওয়ানকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ডোমজুড় থানার পুলিশ। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।