সুনীত হালদার, হাওড়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? ভুল ওষুধ খাইয়ে স্বামীকে 'খুন' ! স্থানীয় বাসিন্দাদের হাতে 'ভাঙচুর' প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি। ঘটনাস্থল বাঁকড়ার মুন্সীডাঙ্গা সরদার পাড়া। ওই এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী। পলাতক প্রেমিক।



কিছুদিন আগে বাঁকড়া মুন্সীডাঙ্গা সরদার পাড়ার জামাকাপড়ের ব্যবসায়ী নাসিম সরদার (৩৮) এর স্ত্রীর সঙ্গে ওষুধ দোকানের মালিক শেখ মোরসেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে ওই ওষুধ দোকানের পাশেই ডাক্তারের চেম্বার ছিল। নাসিম সরদার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক দোকানের কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ পাঠাতো বলে অভিযোগ।




কিছুদিন আগে ওই ওষুধ খেয়ে সে গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন। তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসিম। পরে দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিত সে তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন। ওই ছবি নার্সিংহোমের চিকিৎসককে  দেখানো হলে জানা যায়, ওই ওষুধ খাওয়ার ফলেই তার কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়ে যায়। এতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ।




শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা নাসিমকে কবর দিয়ে এসে পাড়ায় ফিরে এলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা মোরসেলেমের বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ । পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসেলেম। এই ঘটনায় গত রাতেই নাসিমের স্ত্রীকে আটক করে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।


আরও পড়ুন, ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ৪০ কোটি টাকা আর্থিক সহায়তা ঘোষণা শাহের


চলতি বছরে আরও একটি ভয়াবহ ঘটনার সম্মুখীন হয় বেহালা। সন্দেহের বশে যেখানে স্ত্রীকে খুন করেছিলেন স্বামী। কৃতকর্মের কথা জানিয়ে ১০০ ডায়ালে ফোনও করেছিলেন অভিযুক্ত। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। বেহালা চৌরাস্তার কাছে রাজা রামমোহন রায় রোডে এই ঘটনাটি ঘটেছিল। মৃত গৃহবধূর নাম সমাপ্তি ওরফে কৃষ্ণা দাস। অভিযোগ, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন স্বামী কার্তিক দাস। এই নিয়ে অশান্তি লেগেই ছিল। এরপর রাতে মত্ত অবস্থায় তুমুল বচসার পর স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছিলেন স্বামী। এরপর নিজেই ১০০ ডায়ালে ফোন করে জানিয়েছিলেন পুলিশকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।