হিন্দোল দে, পঞ্চাননতলা (হাওড়া): হাওড়ার ঘুসুড়িতে মদ খেয়ে, অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। সেই প্রতিবাদে মিছিল করে বিজেপি। শুক্রবার দুপুরে বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার বাধে হাওড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। 


হাওড়ার পঞ্চাননতলায় বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। দফায় দফায় পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। মদের বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগের ঘটনায় আজ মালিপাঁচঘরা থানার সামনে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। তারপরই বিকল্প কর্মসূচি নেয় গেরুয়া শিবির। আর তা ঘিরেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। শুরু হয়েছে তরজাও। 


বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে স্লোগান। ব্যারিকেড উপড়ে ফেলা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। হাওড়ার ঘুসুড়িতে মদে বিষক্রিয়ায় ১১ জনের মৃত্যুর অভিযোগের ঘটনায়, বিজেপির বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পঞ্চাননতলা রোড এলাকা। 


বুধবার মালিপাঁচঘড়া থানার অদূরে বেআইনি মদের ঠেক থেকে মদ খেয়ে অসুস্থ হয়ে পরপর কয়েকজনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। সেই ঘটনায় এদিন মালিপাঁচঘড়া থানার সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। সেখানে উপস্থিত থাকার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু বিজেপির দাবি, পুলিশ প্রশাসন সেই কর্মসূচির অনুমতি দেয়নি। 


পরিবর্তে এদিন পঞ্চাননতলায় বিজেপির জেলা পার্টি অফিস থেকে হাওড়া সিটি পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেয় গেরুয়া শিবির। বিকেলে পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় বিজেপির মিছিল। সেখানে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। তৈরি রাখা হয়, লোহার গার্ড ওয়াল, রোবো কর্প। কিন্তু বিজেপির মিছিল কিছুদূর এগোতেই তা আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। 


প্রথমে লোহার গার্ডরেল সরিয়ে এগিয়ে যায় বিজেপির কর্মীসমর্থকরা। উপড়ে ফেলা হয় গার্ড ওয়ালও। পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি, বাদ যায়নি কিছুই!বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। হাওড়ায় মদের ‘বিষ’ক্রিয়ায় ১১ জনের মৃত্যু। বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের ‘বাধা’। শুরু রাজনৈতিক তরজা। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছে বিজেপি।