হাওড়া: আমতায় ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে পুলিশকে (Police) ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে এলাকা ছাড়ল পুলিশ। দেড়দিন পেরিয়ে গেলেও আনিসের (Anis Khan) মৃত্যু নিয়ে এখনও রহস্য। হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ডেকে পাঠানো হল ভবানী ভবনে।


মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। আনিস খানের (Anis Khan) মৃত্যুতে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ যায়নি।যদিও আনিসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে ছাত্রনেতার বিরুদ্ধে সমনও জারি হয়। পুলিশ খতিয়ে দেখছে, কারও সঙ্গে আনিসের ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা।


 অন্যদিকে, ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে (West Bengal) এসএফআই-এর (SFI) বিক্ষোভ কর্মসূচি রয়েছে। পুলিশই আনিস খানকে খুন করেছে বলে দাবি বাম ছাত্র সংগঠনের। এ দিন আমতায় মিছিল করেন এসএফআইয়ের সদস্যরা। উল্লেখ্য, নিহত আনিসের পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে আসেন বিশিষ্টজনেরা। আনিসের বাবার সঙ্গে কথা বললেন কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায়রা। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেন্সিক দলকে ডাকা হয়েছে। ঘটনার তদন্তে পৌঁছেছেন ফরেন্সিক আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন। 


আরও পড়ুন: Dhupguri News: কাকভোরে সবজি বোঝাই গাড়ি উল্টে বিপত্তি, চাপা পড়ে মৃত্যু এক জনের, জখম দুই


আরও পড়ুন: South 24 Parganas: দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় ছেলের অত্যাচার, পাল্টা মারলেন বাবা-মা


আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে কুণাল ঘোষের ট্যুইট।তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটারে লিখেছেন, আনিসের হত্যাকারীদের শাস্তি চাই। পুলিশের পোশাক পরে তারাই খুন করে যারা পুলিশ আর সরকারকে ভিলেন বানিয়ে নিজেরা আড়ালে থাকতে চায়। পুলিশের পোশাক পরিকল্পিত ছদ্মবেশ নয় তো? ক্ষোভের অভিমুখ ঘুরিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য। ছেলেটির জন্য কার কার কী কী গাত্রদাহ হচ্ছিল, যথাযথ তদন্ত হোক। ট্যুইটে লেখেন কুণাল ঘোষ।