হাওড়া: গৃহবধূকে খুনের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল হাওড়ার জগৎবল্লভপুরের সন্তোষপুর। পূজা মাঝি নামে ওই গৃহবধূকে গতকাল গভীর রাতে তার বাড়ির লোকেরা পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। সকালে সেই খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মৃতার স্বামী প্রত্যুষ মাঝির বাড়ি ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। মৃতার পরিবারের অভিযোগ, পূজাকে শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন মানসিক ও শারীরিক অত্যাচার করত। স্বামী-সহ ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জগৎবল্লভপুর থানার পুলিশ।


ব্যবসায়ীকে কুপিয়ে খুন: সম্প্রতি হাওড়ার সাঁকরাইলে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার মৃতদেহ। মদের আসর বসানোর প্রতিবাদ করায় খুন? না নেপথ্যে পুরনো কোনও শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। 


গলির রাস্তায় পড়ে রক্তাক্ত-ক্ষতবিক্ষত মৃতদেহ! চারপাশে চাপ চাপ রক্ত! শুক্রবার ভোরে নৃশংস এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন হাওড়ার সাঁকরাইলের নেপালি পাড়ার বাসিন্দারা। বেলা যত গড়িয়েছে, স্থানীয় এক বাসিন্দাকে কুপিয়ে খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়!


মৃত বছর চল্লিশের পোশাক ব্যবসায়ী রবি রাই এই নেপালি পাড়ারই বাসিন্দা। এদিন ভোরে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মৃতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে এলাকায় মদের আসর বসিয়েছিল কয়েকজন। রবি রাই তাঁর প্রতিবাদ করেন। 


অভিযোগ, তারপরেই তাঁর ওপর ঝাপিয়ে পড়ে দুষ্কৃতীরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান,ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এই ব্যক্তিকে। 


এদিন ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। সংগ্রহ করা হয় এলাকার সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই শিবা ছেত্রী, শত্রুঘ্ন রাজা নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় গভীর রাত পর্যন্ত মদের দোকান খোলা থাকে। এমনকি বেআইনিভাবে বিক্রি হয় চোলাই। যার জেরে যাতায়াতের সময় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। 


গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু: কিছুদিন আগেই মৃত্য়ু হয়েছে মুর্শিদাবাদের রানিনগরের গুলিবিদ্ধ তৃণমূল নেতার। গতকাল রাতে বাড়ি ফেরার সময়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, আলতাব আলিকে লক্ষ্য় করে চলে গুলি। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয় তাঁকে। আজ সকালে মৃত্য়ু হল তৃণমূল নেতার। গতকালই লোচনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নতুন প্রধান নির্বাচন ছিল। ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন আলতাব ঘনিষ্ঠ সোনালি বিবি। তারপরই লালবাগে বাড়ি ফেরার সময়, তৃণমূল নেতাকে লক্ষ্য় করে গুলি চালানো হয়। পিঠে গুলি লাগে তৃণমূল নেতার। শ্য়ুটআউটের নেপথ্যে রাজনৈতিক কারণ? নাকি অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।