সুনীত হালদার, হাওড়া: দীপাবলি ও কালীপুজো গিয়েছে মাস খানেক আগে । ফের এক কালীপুজো ঘিরে মাতোয়ারা গোটা একটা গ্রাম । এ হল অসময়ের কালীপুজো । এই কালীপুজোকে ঘিরেই মেতে উঠেছেন হাজার হাজার ভক্ত । 

Continues below advertisement

হাওড়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় কালীপুজোকে ঘিরে মেতে উঠেছে আমতার খড়িয়প গ্রাম । বুধবার রাতের অমাবস্যায় অনুষ্ঠিত হল খড়িয়প গ্রামের শ্মশান কালীপুজো । উদ্যোক্তারা জানিয়েছেন, এবার এই পুজোর ২০২ তম বর্ষ । ঐতিহ্যবাহী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে হাওড়া জেলার গ্রামীণ সংস্কৃতি, আবেগ ও ইতিহাস । কথিত আছে, দু'শো বছর আগে খড়িয়প গ্রামের জমিদার  বাড়ির অন্যতম সদস্য বৈদ্যনাথ বসু স্বপ্নাদেশ পান । বৈদ্যনাথ বসু ও কাশীনাথ বসুর উদ্যোগে শুরু হয় মা কালীর আরাধনা । তৎকালীন সময়ে মহামারী রুখতে মায়ের আরাধনা শুরু হয় । জমিদার বাড়ির এই পুজো অবশ্য বর্তমানে বারোয়ারী কমিটি দেখভাল করে ।                  

খড়িয়পের জাগ্রত মা কালীর প্রতিমূর্তি রাজস্থানের অম্বর প্যালেসে রাখা আছে বলে জানা যায় । মুঘল সেনাপতি মানসিংহ আমতা থেকে এই প্রতিমূর্তি নিয়ে গিয়েছিলেন । কালীপুজো উপলক্ষ্যে বুধবার সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় ছিল । সন্ধ্যা থেকে এই ভিড় কয়েক গুণ বেড়ে যায় । রাত বাড়ার সঙ্গে সঙ্গেই  ভিড় ছিল চোখে পড়ার মতো । হাওড়া জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও দর্শনার্থী পুজো দিতে ও মাতৃপ্রতিমা দর্শনে আসেন ।                   

Continues below advertisement

পুজো উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলার আয়োজন করা হয়েছে । এই মেলা চলবে সাত দিন । এছাড়াও গ্রামবাসীরা এই পুজো উপলক্ষে অন্নকূট উৎসবে মাতেন । বুধবার সন্ধ্যায় পুজো প্রাঙ্গণে আসেন আমতার বিধায়ক সুকান্ত পাল । এই ঐতিহ্যবাহী পুজো উপলক্ষ্যে আমতা থানার পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।