সুনীত হালদার, হাওড়া : ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। এবার হাওড়ার সালকিয়ায়। বাঁধাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তরুণীর। পাশের পাড়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে জীবনপথেই দাঁড়ি পড়ে গেল তাঁর। বাবার চোখের সামনেই মৃত্যু হল মেয়ের। 


পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বোনকে সঙ্গে নিয়ে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন বাইশ বছরের পূরবী দাস। তাঁতিপাড়ায় তাঁদের বাড়ি। তরুণী যেখানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট  হন, তার উল্টোদিকেই বাবার বৈদ্যুতিন সরঞ্জামের দোকান। মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট 
হতে দেখে বাঁচাতে গেলে, তিনি ছিটকে পড়েন। পরিবার সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তরুণীর মৃত্যু হয়।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামনের বাতিস্তম্ভ থেকে কোনও বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল। তা থেকেই বিদ্যুৎস্পৃষ্টের 
 ঘটনা ঘটে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালিপাঁচঘরা থানা।  


বর্ষার বৃষ্টির দাপট শুরু হতে না হতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা শুরু। গত বছরও একাধিক মৃত্যু হয়েছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। গত বছর পুজোর আগে, ২৪ সেপ্টেম্ব, বিদ্যুৎ দফতরের কর্মীরা বাড়িতে গিয়ে লাইন মেরামত করে দেওয়ার পরও জলপাইগুড়িতে বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল মৃত্যু মা ও ছেলের। গত বছর ১৪ মে ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটে। সেই সময়েই  বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট 
হয়ে উত্তরপ্রদেশের ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে বিদ্য়ুতের তার বিপজ্জনক ভাবে ঝুলছিল। ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে আসতেই মৃত্যু হয় দুজনের। এভাবে প্রতি বছরই বর্ষা পড়তেই আতঙ্কের কারণ হয়ে ওঠে বিদ্যুতের খোলা তার। 


অন্যদিকে বৃহস্পতিবারই, শীতলকুচিতে অল্পক্ষণের ঝড়ে গাছের ডাল পড়ে প্রাণ গিয়েছে এক মহিলার।  ছোট শালবারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট শালবাড়ি চর এলাকায় এদিন দুপুর নাগাদ হালকা বৃষ্টি এবং ঝড় শুরু হয়। সেই সময় মাঠে বাঁধা গরু আনতে গিয়েছিলেন কুঠিবালা হালদার নামে বছর পঞ্চাশের এক মহিলা। গরু নিয়ে বাড়িতে ফেরার সময় ঘটে অঘটন । গাছের ডাল ভেঙে পড়ে তাঁর উপর। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা।              


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।